বিভিন্ন বাংলা শব্দের উৎস | Sources of Different Bengali Words
সুপ্রিয় বন্ধুরা,
আজ বিভিন্ন বাংলা শব্দের উৎস তালিকা PDF টি আপনাদের প্রদান করলাম। যেটিতে বিভিন্ন শব্দের ভাষাগত উৎপত্তি তথা কোন শব্দ কোন ভাষা থেকে এসেছে তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে। যেমন- বারান্দা কোন ভাষার শব্দ ? কুলি শব্দটি কোন ভাষা থেকে আগত ? জানালা শব্দটি কোন ভাষা থেকে এসেছে ? ইত্যাদি।
বিভিন্ন বাংলা শব্দের উৎস
শব্দ | যে ভাষা থেকে এসেছে |
---|---|
রিকশা | জাপানি |
লুঙ্গি | বর্মী |
চকলেট | মেক্সিকো |
হরতাল | গুজরাটি |
কুঁড়ি | কোরক |
হরতন | ওলন্দাজ |
চানাচুর | হিন্দি |
ম্যালেরিয়া | ইতালি |
হাটবাজার | বাংলা ও ফারসি |
চকমক | তুর্কি |
কাঁচি | তুর্কি |
কুলি | তুর্কি |
বাবুর্চি | তুর্কি |
জানালা | পর্তুগিজ |
চাবি | পর্তুগিজ |
আনারস | পর্তুগিজ |
সাবান | পর্তুগিজ |
চা | চীনা |
চিনি | চীনা |
লুচি | চীনা |
লিচু | চীনা |
কলম | আরবি |
মর্সিয়া | আরবি |
জান্নাত | আরবি |
জাহান্নাম | আরবি |
জানালা | ফারসি |
রেস্তোরাঁ | ফারসি |
বেহেশত | ফারসি |
ফেরেশতা | ফারসি |
দরজা | ফারসি |
তারিখ | ফারসি |
কার্তুজ | ফারসি |
বারান্দা | ফারসি |
হাঙ্গামা | ফারসি |
বিভিন্ন বাংলা শব্দের উৎস PDF
File Details :
File Name : Kon Shobdo Kon Vasha Theke Eseche
Language : Bengali
No. of Pages : 03
Size : 0.4 MB
Thank you so much sir .