September 2022 4th Week Current Affairs Quiz in Bengali
সুপ্রিয় বন্ধুরা, আজ আপনাদের জন্য রইলো সেপ্টেম্বর ২০২২ চতুর্থ সপ্তাহ কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ। কারেন্ট অ্যাফেয়ার্স টপিকটি এখন প্রায় প্রতিটি পরীক্ষার কমন বিষয়, তাই আশা রাখছি এটি আপনাদের চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। নীচে দেওয়া কুইজ স্টার্ট বাটনে ক্লিক করে কুইজটিতে অংশ গ্রহণ করে নিন –
কুইজ
সেপ্টেম্বর চতুর্থ সপ্তাহ
প্রশ্ন সংখ্যা
৩২টি
সময়
১০ মিনিট
Sep 2022 4th Week CA Quiz
QUIZ START
Results
Congratulations
Better Luck Next Time
#1. World Rabies Day পালন করা হয় কবে?
#2. 2020 Dadasaheb Phalke Award পাচ্ছেন কোন অভিনেত্রী?
#3. সম্প্রতি Bathukamma নামে পুষ্প উৎসব অনুষ্ঠিত হলো কোন রাজ্যে?
#4. NROL-91 নামে গুপ্তচর স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ?
#5. Ayushmann Utkrishta Award 2022 জিতলো কোন রাজ্য?
#6. World Tourism Day পালন করা হয় কবে?
#7. সম্প্রতি Gabriel V Anti-Ship Missile-এর সফল পরীক্ষা করলো কোন দেশ?
#8. কেন্দ্র সরকারের “Make in India” প্রোগ্রামটি কত বছর সম্পূর্ণ করলো?
#9. Bharat Vidya নামে ই-লার্নিং প্ল্যাটফর্ম লঞ্চ করলেন কে?
#10. চন্ডিগড় এয়ারপোর্টের নাম পরিবর্তন করে কোন স্বাধীনতা সংগ্রামীর নামে রাখা হবে
#11. টি-২০ ক্রিকেটে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ড গড়লেন কে?
#12. World Test Championship 2023 ফাইনাল হোস্ট করবে কোন স্টেডিয়াম?
#13. G4 Foreign Minister Meeting 2022 অনুষ্ঠিত হল কোথায়?
#14. আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী ঝুলন গোস্বামী কোন রাজ্যের বাসিন্দা?
#15. AIIMS Delhi-এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
#16. World Environmental Health Day পালন করা হয় কবে?
#17. 2023 BRICS Summit-এ সভাপতিত্ব করবে কোন দেশ?
#18. পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে অন্ত্যদয়া দিবস পালন করা হয় কবে?
#19. Hockey India-র প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন কে?
#20. ভারতের ১২তম মহারত্ন কোম্পানির তকমা পেল কে?
#21. সম্প্রতি CMHIS নামে নিজস্ব স্বাস্থ্য বীমা যোজনা লঞ্চ করলো কোন রাজ্য?
#22. সম্প্রতি প্লাস্টিক দূষণের মোকাবিলা করতে কোন সংস্থার সাথে MoU স্বাক্ষর করলো National Cadet Corps(NCC)?
#23. Max Life Insurance-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?
#24. ভারতের প্রথম Dugong Conservation Reserve কোন রাজ্যে তৈরি করা হলো?
#25. Amazon কোম্পানির প্রথম সোলার প্রোজেক্ট লঞ্চ করবে ভারতের কোন রাজ্যে?
#26. সম্প্রতি প্রয়াত রাম যত্ন শুক্লা কে ছিলেন?
#27. 2023 MotoGP World Championship হোস্ট করবে কোন দেশ?
#28. International Day of Sign Languages পালন করা হয় কবে?
#29. স্বাস্থ্যক্ষেত্রে কোন রাজ্যের সাথে MoU স্বাক্ষর করলো তামিলনাড়ু?
#30. North Channel অতিক্রমকারী প্রবীণ ভারতীয় সাঁতারু কে?
#31. ২০২৩ সালের অস্কার পুরস্কারের জন্য ভারত থেকে মনোনীত হলো কোন ছবিটি?
Very good