September 2022 3rd Week Current Affairs Quiz in Bengali
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে সেপ্টেম্বর ২০২২ তৃতীয় সপ্তাহ কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ শেয়ার করলাম। যেটিতে সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নগুলি দেওয়া আছে। যেটি আপনাদের চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং সময় অপচয় না করে কুইজটিতে অংশ গ্রহণ করে নিন –
কুইজ | সেপ্টেম্বর তৃতীয় সপ্তাহ |
প্রশ্ন সংখ্যা | ৩৩টি |
সময় | ১০ মিনিট |
Sep 2022 3rd Week CA Quiz
QUIZ START
#1. আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয় কবে?
#2. কোন রাজ্যের দৌলতাবাদ দুর্গের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে "দেবগিরি" ফোর্ট?
#3. ‘CM Da Haisi’ নামে ওয়েব পোর্টাল লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
#4. কোন দেশের সাথে ‘Abhyas-01/22’ নামে যৌথ অনুশীলন অনুষ্ঠিত করলো ইন্ডিয়ান কোস্ট গার্ড?
#5. সরকারি ক্ষেত্রে রাজ্যের তফসিলি উপজাতির(ST) সংরক্ষণ ৬% থেকে বাড়িয়ে ১০% করলো কে?
#6. 2022 Durand Cup জিতলো কোন ফুটবল ক্লাব?
#7. ভারতের প্রথম "স্বচ্ছ সুজল প্রদেশ" তকমা পেল কোন রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চল?
#8. শ্রীলঙ্কার বৃহত্তম ঋণদাতার তকমা পেল কোন দেশ?
#9. সরকারি বিদ্যালয়ে সপ্তাহে একদিন গেমস পিরিয়ড এবং ‘No-Bag Day’ বাধ্যতামূলক করলো কোন রাজ্য?
#10. World Wrestling C’ships-এ ৪টি মেডেল জেতা প্রথম ভারতীয় কে?
#11. ICC U-19 Women's T20 World Cup 2023 হোস্ট করবে কোন দেশ?
#12. Moon Rover Missions-এর জন্য সংযুক্ত আরব অমিরাতের সাথে MoU স্বাক্ষর করলো কোন দেশ?
#13. 2023 SCO Summit হোস্ট করবে কোন দেশ?
#14. সম্প্রতি ভারতের বাণিজ্য সচিব পদে নিযুক্ত হলেন কে?
#15. World Bamboo Day পালন করা হয় কবে?
#16. Global Crypto Adoption Index 2022- এ ভারতের স্থান কত?
#17. সম্প্রতি ভারতের ৭৬তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন কে?
#18. ভারতের প্রথম Lithium-ion Cell Factory কোথায় উদ্বোধন করা হলো?
#19. সম্প্রতি সরকারি চাকরির ক্ষেত্রে ST, SC এবং OBC সম্প্রদায়ের সংরক্ষণ ৭৭% করলো কোন সরকার?
#20. সম্প্রতি পুলিশের চাকরির ক্ষেত্রে রূপান্তরকামীদের সংরক্ষনের ঘোষণা করলো কোন রাজ্য?
#21. সম্প্রতি প্রয়াত নরেশ কুমার কে ছিলেন?
#22. সম্প্রতি অখিল ভারতীয় রাজভাষা সম্মেলন অনুষ্ঠিত হলো কোথায়?
#23. রোবোটিক সার্জারির শীর্ষ সম্মান পেলেন কোন ডাক্তার?
#24. বিশ্ব ওজন দিবস পালন করা হয় কবে?
#25. ভারতের প্রথম স্মার্ট শহর হিসাবে ‘Smart Addresses’ এর বাস্তবায়ন করছে কে?
#26. রজনীকান্তের উপর “Rajini’s Mantras” শিরোনামে বই লিখলেন কে?
#27. জাতীয় ইঞ্জিনিয়ার দিবস পালন করা হয় কবে?
#28. ভারতের পরবর্তী অ্যাটর্নী জেনারেল পদে নিযুক্ত হচ্ছেন কে?
#29. "Will Power" শিরোনামে বই লিখলেন কে?
#30. কোন রাজ্যের সরকারি স্কুল গুলি প্রতি মঙ্গল সুস্থতা দিবস পালন করার ঘোষণা করলো?
#31. ভারতের প্রথম Forestry University তৈরি করা হবে কোথায়?
#32. কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন প্রকাশ চাঁদ?
#33. প্রথম 'Raja Mircha Festival' অনুষ্ঠিত হলো কোন রাজ্যে?
Finish