September 2022 1st Week Current Affairs Quiz in Bengali
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে September 2022 1st Week Current Affairs Quiz in Bengali টি শেয়ার করলাম। যেটিতে ২০২২ এর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন দেওয়া রয়েছে। সুতরাং সময় অপচয় না করে কুইজটিতে অংশ গ্রহণ করে নিন –
Quiz | September 2022 1st Week |
Questions | 25 |
Time | 30 Seconds/Question |
#1. 22nd Dubai Open Chess Tournament জিতলো কোন ভারতীয় দাবা গ্র্যান্ড মাস্টার?
#2. ভারতের প্রথম Bio-Village তৈরী করলো কোন রাজ্য?
#3. Yaogan-33 02 নামে রিমোট সেন্সিং স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ?
#4. সম্প্রতি Liz Truss কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন?
#5. 36th National Games-এর ম্যাসকট হিসাবে ঘোষিত হলো কোনটি?
#6. প্রথমবার Mountain Bicycle World Cup হোস্ট করবে লাদাখের কোন শহর?
#7. জাতীয় শিক্ষক দিবস পালন করা হয় কবে?
#8. জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য কোন দেশের সাথে MoU স্বাক্ষর করলো ভারত?
#9. “When The Heart Speaks: Memoirs of A Cardiologist” শিরোনামে বই লিখলেন কে?
#10. National Wildlife Day পালন করা হয় কবে?
#11. যুক্তরাজ্যকে(UK) অতিক্রম করে World’s 5th Largest Economy হলো কোন দেশ?
#12. KALIA Scheme-এর আওতায় কৃষকদের মোট ৮৬৯ কোটি টাকা প্রদান করলো কোন সরকার?
#13. সম্প্রতি দক্ষিণ ভারতের কোন রাজ্যে বিখ্যাত “ওনাম উৎসব” পালিত হলো?
#14. All India Football Federation (AIFF)-এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে?
#15. সম্প্রতি সার্ভিকাল ক্যান্সার ভ্যাকসিন লঞ্চ করলো কোন দেশ?
#16. প্রথম Homoeopathy International Health Summit অনুষ্ঠিত হলো কোথায়?
#17. সম্প্রতি নুয়াখাই উৎসব পালিত হচ্ছে কোন রাজ্যে?
#18. পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয় কবে?
#19. 67th Filmfare Awards 2022-এ সেরা অভিনেতার তকমা পেলেন কে?
#20. “The Hero of Tiger Hill” শিরোনামে আত্মজীবনী লিখলেন কে?
#21. সম্প্রতি প্রয়াত অভিজিৎ সেন কে ছিলেন?
#22. সম্প্রতি কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন নগেশ সিং?
#23. সম্প্রতি কোন রাজ্যে রাজিব গান্ধী গ্রামীণ অলিম্পিক গেমস শুরু হলো?
#24. Uppercase কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?
#25. সম্প্রতি সুমং লীলা উৎসব শুরু হলো কোন রাজ্যে?
Results
Congratulations
Better Luck Next Time
Its really amazing and much beneficial.
Good