Wednesday, January 22, 2025
Homeকারেন্ট অ্যাফেয়ার্স কুইজSeptember 1st Week 2024 Current Affairs Quiz in Bengali

September 1st Week 2024 Current Affairs Quiz in Bengali

সেপ্টেম্বর ২০২৪ প্রথম সপ্তাহ কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ

সেপ্টেম্বর ২০২৪ প্রথম সপ্তাহ কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ | September 1st Week 2024 Current Affairs Quiz in Bengali

September 1st Week 2024 Current Affairs Quiz in Bengali
September 1st Week 2024 Current Affairs Quiz in Bengali

আজ আপনাদের জন্য রইলো সেপ্টেম্বর প্রথম সপ্তাহ ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ। যার মাধ্যমে আপনারা সাম্প্রতিককালের ঘটনা সম্পর্কে কতটা অবগত তা নিজেরাই যাচাই করে নিতে পারবেন এবং পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। নীচে দেওয়া কুইজ স্টার্ট বাটনে ক্লিক করে কুইজটিতে অংশ নিন।

September 2024 First Week CA Quiz
কুইজসেপ্টেম্বর প্রথম সপ্তাহ ২০২৪
প্রশ্ন সংখ্যা২৭টি
সময়৫ মিনিট
 
QUIZ START

Results

#1. প্যারালিম্পিকে জুডোয় পদক জয়ী প্রথম ভারতীয় কে?

#2. ২০২৪ প্যারিস প্যারালিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হতে চলেছেন কে?

#3. কোন রাজ্যের মুখ্য তথ্য কমিশনার হিসেবে শপথ গ্রহণ করলেন মেজর জেনারেল জার্কেন গ্যামলিন?

#4. সম্প্রতি সবচেয়ে বয়স্ক ভারতীয় হিসেবে ইংলিশ চ্যানেল পার করলেন কে?

#5. উত্তরপ্রদেশ মহিলা কমিশনের ভাইস-চেয়ারপার্সন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

#6. প্রথম ভারতীয় তিরন্দাজ হিসেবে প্যারালিম্পিকে স্বর্ণপদক জিতলেন কে?

#7. ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের নির্বাচক কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হলেন কে?

#8. 1st International Solar Festival অনুষ্ঠিত হয়েছে কোথায়?

#9. U20 World Wrestling Championships 2024-এ ভারতীয় কুস্তিগীর জ্যোতি বেরওয়াল কীসের পদক জিতেছেন?

#10. জাতীয় শিক্ষক দিবস পালন করা হয় কবে?

#11. AgriSURE Fund & Krishi Nivesh পোর্টাল চালু করেছেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?

#12. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আদিবাসী উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন কে?

#13. Global Innovation Index 2023-এ ভারতের স্থান কত?

#14. ICC World Test Championship 2025 ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে?

#15. HAL (Hindustan Aeronautics Limited)-এর CMD হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেলেন কে?

#16. ভারতীয় মহিলা হিসেবে নর্থ চ্যানেল পার করলেন কে?

#17. প্যারিস প্যারালিম্পিক ২০২৪-এ মহিলাদের ২০০ মিটার দৌড়ের টি-৩৫ বিভাগে দ্বিতীয় পদক জিতেছেন কে?

#18. জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয় কবে?

#19. Asian Cadet and Junior Judo Championships 2024-এ রৌপ্য পদক জিতেছেন কে?

#20. ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন কে?

#21. ৭৫তম বার্ষিকী উপলক্ষে নতুন পতাকা ও চিহ্ন উন্মোচন করলো কে?

#22. মোহনবাগানকে পরাজিত করে প্রথমবার ডুরান্ড কাপ টাইটেল জিতলো কোন ফুটবল ক্লাব?

#23. পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয় কবে?

#24. 17th International Astronomy Olympiad অনুষ্ঠিত হয়েছে কোথায়?

#25. FICCI কর্তৃক ‘Youth Icons of India’ সম্মানে সম্মানিত হলেন কে?

#26. প্যারালিম্পিকে দুটি স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কে?

#27. WHO স্বীকৃত প্রাপ্ত এশিয়ার দ্বিতীয় এবং নেপালের প্রথম Healthy City কোনটি?

Previous
Finish
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts