Wednesday, January 22, 2025
Homeরেলওয়ে গ্রুপ ডিRRB Group D 16th September 2022 Analysis in Bengali

RRB Group D 16th September 2022 Analysis in Bengali

RRB Group D 16th September 2022 Analysis in Bengali

RRB Group D 16th September 2022 Analysis in Bengali

RRB Group D 16th September 2022 Analysis in Bengali
RRB Group D 16th September 2022 Analysis in Bengali

সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম। যেটিতে ১৬ই সেপ্টেম্বর ২০২২ এ অনুষ্ঠিত পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে ও সাধারণ বিজ্ঞানের কিছু প্রশ্ন দেওয়া আছে। সুতরাং সময় অপচয় না করে প্রশ্নোত্তরগুলি দেখে নিন –

প্রশ্নঃ প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ আত্মারাম পাণ্ডুরঙ্গ।

প্রশ্নঃ খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তরঃ বি.আর. আম্বেদকর।

প্রশ্নঃ জুডিশিয়াল রিভিউ বা বিচারবিভাগীয় পুনর্বিবেচনা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ আমেরিকা।

প্রশ্নঃ শিক্ষার অধিকার আইন কোন অনুচ্ছেদে বর্ণিত আছে ?
উত্তরঃ ২১ A.

প্রশ্নঃ ভারতের শীতলতম স্থান কোনটি ?
উত্তরঃ দ্রাস, জম্মু ও কাশ্মীর।

প্রশ্নঃ জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন ?
উত্তরঃ ঋষভনাথ।

প্রশ্নঃ গুরু পরব উৎসব কার জন্মদিন উপলক্ষে পালিত হয় ?
উত্তরঃ গুরু নানক।

প্রশ্নঃ শ্রীশঙ্করাচার্য সংস্কৃত বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ কেরল।

প্রশ্নঃ মেন্ডেলিফের পর্যায় সারণি জার্মান পত্রিকায় কবে প্রকাশিত হয় ?
উত্তরঃ ১৮৭২ সালে।

প্রশ্নঃ ২০২১ সালে রামানুজন পুরস্কার কে পেয়েছেন ?
উত্তরঃ নীনা গুপ্ত।

প্রশ্নঃ ফারমেন্টেশনে কোনটি ব্যবহৃত হয় ?
উত্তরঃ ইস্ট।

প্রশ্নঃ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহালানবিশ মডেলের উপর ভিত্তি করে গঠিত ?
উত্তরঃ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা।

প্রশ্নঃ আরাবল্লি ও সাতপুরা পর্বতমালার মাঝে কোন পর্বত শ্রেণি অবস্থিত ?
উত্তরঃ বিন্ধ্য পর্বতমালা।

প্রশ্নঃ “She is a Changemaker” প্রোগ্রাম শুরু করেছে কোন কমিশন ?
উত্তরঃ National Commission for Women.

প্রশ্নঃ UNEP এর পুরো নাম কি ?
উত্তরঃ United Nations Environment Programme.

প্রশ্নঃ খেলো ইন্ডিয়া ইউথ গেমসে কোন রাজ্য থেকে বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেছে ?
উত্তরঃ হরিয়ানা।

প্রশ্নঃ সবচেয়ে প্রাচীন বেদ কোনটি ?
উত্তরঃ ঋগ্বেদ।

প্রশ্নঃ সিকিম এবং তিব্বতের মধ্যে কোন গিরিপথ অবস্থিত ?
উত্তরঃ নাথুলা গিরিপথ।

প্রশ্নঃ তামিলনাড়ুর সবথেকে ছোট জেলা কোনটি ?
উত্তরঃ কন্যাকুমারী।

প্রশ্নঃ মূল সংবিধানে কতগুলি ভাষা ছিল ?
উত্তরঃ ১৪টি।

প্রশ্নঃ পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় পঞ্চায়েতের গঠন কত বছরের জন্য হয় ?
উত্তরঃ পাঁচ বছর।

প্রশ্নঃ কল্যাণ লক্ষ্মী প্রকল্প কোন রাজ্য সরকার শুরু করেছে ?
উত্তরঃ তেলেঙ্গানা।

প্রশ্নঃ ২০২২ পর্যন্ত ভারতীয় সংবিধানে মোট কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে ?
উত্তরঃ ১১টি।

প্রশ্নঃ ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণি কোনটি ?
উত্তরঃ আরাবল্লী পর্বতশ্রেণী।

RRB Group D 16th Sep 2022 Analysis PDF

File Details :


File Name : RRB Group D 16th Sep 2022 Analysis
Language : Bengali
No. of Pages : 01
Size : 0.6 MB

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts