ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ 2024 | RRB ALP Recruitment 2024
ভারতীয় রেলে চাকরির সুযোগ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ছেলেমেয়ে উভয়েই এই পদের জন্য আবেদন করতে পারবেন। শুন্যপদ, যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে আলোচনা করা হলো।
রিক্রুটমেন্ট বোর্ড | রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড |
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট |
শুন্যপদ | ৫৬৯৬টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
অফিশিয়াল ওয়েবসাইট | indianrailways.gov.in |
পদের নাম :
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট।
শিক্ষাগত যোগ্যতা :
যেকোনো স্বীকৃত বোর্ড মাধ্যমিক পাশ করতে হবে এবং NCVT/ SCVT অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করে থাকতে হবে।
বয়সসীমা :
১লা জুলাই ২০২৪ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন :
মাসিক বেতন ১৯,৯০০/- টাকা।
আবেদন পদ্ধতি :
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন মূল্য :
প্রার্থী | আবেদন মূল্য |
---|---|
অসংরক্ষিত এবং OBC | ৫০০/- টাকা |
SC/ ST/ এক্স-সার্ভিসম্যান/ মহিলা/ ট্রান্সজেন্ডার/ EBC | ২৫০/- টাকা |
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু | ২০শে জানুয়ারি ২০২৪ |
আবেদন প্রক্রিয়া শেষ | ১৯শে ফেব্রুয়ারি ২০২৪ |
এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |