RPF কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ 2024 | RPF Constable and SI Recruitment 2024
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে RPF তথা রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুন্যপদ, যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে আলোচনা করা হলো।
রিক্রুটমেন্ট বোর্ড
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড
পদের নাম
কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর
শুন্যপদ
৪৬৬০টি
আবেদন মাধ্যম
অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট
rpf.indianrailways.gov.in
পদের নাম :
RPF কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর।
শুন্যপদ :
RPF কনস্টেবল
৪২০৮টি
RPF সাব-ইন্সপেক্টর
৪৫২টি
মোট
৪৬৬০টি
শিক্ষাগত যোগ্যতা :
RPF কনস্টেবল
মাধ্যমিক পাশ
RPF সাব-ইন্সপেক্টর
গ্র্যাজুয়েট
বয়সসীমা :
RPF কনস্টেবল
১৮-২৮ বছর
RPF সাব-ইন্সপেক্টর
২০-২৮ বছর
বেতন :
RPF কনস্টেবল
২১,৭০০/- টাকা
RPF সাব-ইন্সপেক্টর
৩৫,৪০০/- টাকা
আবেদন মূল্য :
এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, মহিলা ও EBC
২৫০/- টাকা
বাকি সমস্ত প্রার্থী
৫০০/- টাকা
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু
১৫ই এপ্রিল ২০২৪
আবেদন প্রক্রিয়া শেষ
১৪ই মে ২০২৪
আবেদন পদ্ধতি
অনলাইন
এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।