Tuesday, January 21, 2025
Homeচাকরির খবররামকৃষ্ণ মিশনে শিক্ষক নিয়োগ 2023

রামকৃষ্ণ মিশনে শিক্ষক নিয়োগ 2023

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

রামকৃষ্ণ মিশনে শিক্ষক নিয়োগ 2023 | Ramakrishna Mission Teacher Recruitment 2023

রামকৃষ্ণ মিশনে শিক্ষক নিয়োগ 2023
রামকৃষ্ণ মিশনে শিক্ষক নিয়োগ 2023

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের তরফে নবম-দশম শ্রেণিতে বাংলা ও ইংরেজি মিডিয়ামে শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুন্যপদ, যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে আলোচনা করা হলো।

রিক্রুটমেন্ট বোর্ডনরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়
পদের নামসহকারী শিক্ষক
শুন্যপদ৩টি
আবেদন মাধ্যমঅনলাইন
অফিশিয়াল ওয়েবসাইটrkmvnarendrapur.org
পদের নাম :
নংপদরিজার্ভেশন ক্যাটাগরি
বায়ো-সাইন্স সহকারী শিক্ষকUR
বাংলা সহকারী শিক্ষকOBC-B
ইংরেজি সহকারী শিক্ষকSC

মোট শুন্যপদ ৩টি। বায়ো-সাইন্স, বাংলা এবং ইংরেজি এই তিনটি বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে। বায়ো-সাইন্স ও বাংলা বিষয় বাংলা মিডিয়ামের জন্য এবং ইংরেজি বিষয় ইংরেজি মিডিয়ামের জন্য।

শিক্ষাগত যোগ্যতা :

যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং বিএড সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা :

১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ বয়সে সরকারী নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু১লা অক্টোবর ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ১৫ই অক্টোবর ২০২৩

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
বাংলা মিডিয়াম নোটিফিকেশনডাউনলোড
ইংরেজি মিডিয়াম নোটিফিকেশনডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইটভিজিট করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts