Wednesday, January 22, 2025
Homeরেলওয়ে গ্রুপ ডিরেলওয়ে গ্ৰুপ ডি ২০২২ পরীক্ষার প্রশ্ন ও উত্তর PDF

রেলওয়ে গ্ৰুপ ডি ২০২২ পরীক্ষার প্রশ্ন ও উত্তর PDF

রেলওয়ে গ্ৰুপ ডি ২০২২ পরীক্ষার প্রশ্ন ও উত্তর PDF

রেলওয়ে গ্ৰুপ ডি ২০২২ পরীক্ষার প্রশ্ন ও উত্তর PDF | Railway Group D 2022 Questions and Answers in Bengali

রেলওয়ে গ্ৰুপ ডি ২০২২ পরীক্ষার প্রশ্ন ও উত্তর PDF
রেলওয়ে গ্ৰুপ ডি ২০২২ পরীক্ষার প্রশ্ন ও উত্তর PDF

সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে রেলওয়ে গ্ৰুপ ডি ২০২২ পরীক্ষার প্রশ্ন ও উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে ৮ই সেপ্টেম্বর ২০২২ এ অনুষ্ঠিত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসা কিছু প্রশ্ন উত্তরসহ দেওয়া আছে। যেগুলি আপনাদের আগত পরকশার প্রস্তুতিতে সাহায্য করবে।

8 Sep 2022 Railway Group D Questions & Answers


০১. ভারতের প্রাচীনতম হাইকোর্টের নাম কি ?
উত্তরঃ কলকাতা হাইকোর্ট।

০২. বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত ?
উত্তরঃ ০.০৩ শতাংশ।

০৩. জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত ?
উত্তরঃ পুরি, ওড়িশা।

০৪. ভারতীয় সংবিধানের ১১তম তফসিলে কয়টি বিষয় রয়েছে ?
উত্তরঃ ২৯টি।

০৫. নিউল্যান্ডের অষ্টক সূত্রে কতগুলি মৌল ছিল ?
উত্তরঃ ৫৬টি।

০৬. কোন বেদ সঙ্গীত নিয়ে আলোচনা করা আছে ?
উত্তরঃ সামবেদ।

০৭. ১৯৫০ সালের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে কে এসেছিলেন ?
উত্তরঃ ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ।

০৮. পূর্ণা কোন নদীর উপনদী ?
উত্তরঃ তাপ্তি।

০৯. ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয় ?
উত্তরঃ ১৯৭২ সালে।

১০. সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি ?
উত্তরঃ ফ্লোরিন।

১১. কেন্দ্র ও রাজ্যের খরচের হিসাব কে রাখে ?
উত্তরঃ CAG.

১২. কোন ভাষার জন্য দ্রাবিড় শৈলী ব্যবহার হয় ?
উত্তরঃ তামিল।

১৩. উল্কাপিন্ড থেকে কোন হ্রদ সৃষ্টি হয়েছে ?
উত্তরঃ লোনার হ্রদ।

১৪. IPL ২০২২ এর বিজয়ী দল কোনটি ?
উত্তরঃ গুজরাট টাইটান্স।

১৫. ২০২১ সালে আন্তর্জাতিক T20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ ওমান ও সংযুক্ত আরব আমিরাতে।

১৬. গঙ্গোত্রী থেকে কোন নদী উৎপত্তি হয়েছে, যা বর্তমানে দূষিত হচ্ছে ?
উত্তরঃ গঙ্গা নদী।

১৭. Diclofenac Medicine থেকে কোন প্রাণী বিলুপ্ত হচ্ছে ?
উত্তরঃ বন্য শকুন।

১৮. ২০০০ টাকার নোটে কিসের ছবি আছে ?
উত্তরঃ মঙ্গলযান।

১৯. উদ্ভিদের যৌন প্রজনন অঙ্গ কোনটি ?
উত্তরঃ গর্ভপত্র বা গর্ভকেশর।

২০. বার্ষিক আর্থিক প্রতিবেদন কোন ধারায় উল্লেখ আছে ?
উত্তরঃ ১১২ নং ধারায়।

রেলওয়ে গ্ৰুপ ডি ২০২২ পরীক্ষার প্রশ্ন ও উত্তর PDF

File Details :


File Name : Railway Group D 8 Sep 2022 Questions
Language : Bengali
No. of Pages : 01
Size : 0.4 MB

Also Check: রেলওয়ে গ্রুপ ডি প্রশ্ন ই সেপ্টেম্বর ২০২২

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts