Sunday, November 24, 2024
Homeরেলওয়ে গ্রুপ ডিরেলওয়ে গ্ৰুপ ডি ২০২২ পরীক্ষার প্রশ্ন PDF

রেলওয়ে গ্ৰুপ ডি ২০২২ পরীক্ষার প্রশ্ন PDF

রেলওয়ে গ্ৰুপ ডি ২০২২ পরীক্ষার প্রশ্ন PDF

রেলওয়ে গ্ৰুপ ডি ২০২২ পরীক্ষার প্রশ্ন PDF | Railway Group D 2022 Questions in Bengali

রেলওয়ে গ্ৰুপ ডি ২০২২ পরীক্ষার প্রশ্ন PDF
রেলওয়ে গ্ৰুপ ডি ২০২২ পরীক্ষার প্রশ্ন PDF

সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে রেলওয়ে গ্ৰুপ ডি ২০২২ পরীক্ষার প্রশ্ন PDF টি শেয়ার করলাম। যেটিতে ৬ই সেপ্টেম্বর অনুষ্ঠিত রেলের পরীক্ষার প্রশ্ন উত্তর সহ দেওয়া আছে, যা আপনাদের আগত রেলের পরীক্ষায় সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নগুলি দেখে নিন এবং পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

Railway Group D 6 September 2022 Questions


০১. IPL এর ১৫তম সংস্করণ কোন সালে অনুষ্ঠিত হয়েছে ?
উত্তরঃ ২০২২ সালে।

০২. ভারতে স্থানীয় শাসন ব্যবস্থার জনক কাকে বলা হয় ?
উত্তরঃ লর্ড রিপন।

০৩. ১৯২৮ সালে সর্দার বল্লভভাই প্যাটেল কোন আন্দোলন শুরু করেছিলেন ?
উত্তরঃ বরদৌলি সত্যাগ্রহ।

০৪. সেন্ট্রাল ইন্সটিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ মাইসোর, কর্ণাটক।

০৫. পাঙ্কুনি উৎসব কোথায় পালিত হয় ?
উত্তরঃ কেরলে।

০৬. বংশগতির জনক কে ?
উত্তরঃ গ্রেগর জোহান মেন্ডেল।

০৭. আধুনিক পর্যায় সারণি কে বানিয়েছেন ?
উত্তরঃ হেনরি মোসলে।

০৮. ২০২১ সালে ভারতে সাক্ষরতার হার কত ?
উত্তরঃ ৭৭.৭ শতাংশ।

০৯. কর্ণাটকের বেলারি জেলা কোন খনিজের জন্য বিখ্যাত ?
উত্তরঃ লৌহ আকরিক।

১০. পি.আর. শ্রীজেশ হকি দলে কি আছেন ?
উত্তরঃ গোলরক্ষক।

১১. সালোকসংশ্লেষণে উদ্ভিদ কোন গ্যাস তৈরি করে ?
উত্তরঃ অক্সিজেন।

১২. গ্রামীণ কৃষির জন্য ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান কোনটি ?
উত্তরঃ নাবার্ড।

১৩. ভারতের প্রথম ক্ষুদ্র আর্থিক ব্যাঙ্ক কোনটি ?
উত্তরঃ Capital Small Finance Bank.

১৪. কোন হাইড্রোকার্বনে দুটি কার্বন অণু রয়েছে ?
উত্তরঃ অ্যাসিটিক অ্যাসিড।

১৫. ৪২তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কতগুলো মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে যুক্ত হয়েছিল ?
উত্তরঃ ১০টি।

১৬. ডোবেরাইনার ত্রয়ী সূত্র কীসের উপর ভিত্তি করে তৈরি ?
উত্তরঃ পারমাণবিক ভর।

১৭. প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক নাম কি ?
উত্তরঃ CaSO4. 1/2 H2O.

১৮. এক শৃঙ্গ গণ্ডার কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ?
উত্তরঃ আসাম।

১৯. ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠা হয় ?
উত্তরঃ ২৬শে জুলাই ১৮৭৬ সালে।

২০. কোষে প্রোটিন তৈরির নির্দেশ দেয় ?
উত্তরঃ mRNA.

রেলওয়ে গ্ৰুপ ডি ২০২২ পরীক্ষার প্রশ্ন PDF

File Details :


File Name : Railway Group D 6 Sep 2022 Questions
Language : Bengali
No. of Pages : 01
Size : 0.4 MB

■ Read More: Railway Group D 5 September August 2022 Questions

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts