Railway Group D 18 August 2022 Questions in Bengali PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে রেলওয়ে গ্ৰুপ ডি 2022 পরীক্ষার প্রশ্ন PDF টি শেয়ার করলাম। যেটিতে ১৮ই আগস্ট ২০২২ এ অনুষ্ঠিত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার সমস্ত শিফটের কিছু জেনারেল নলেজ এবং জেনারেল সাইন্স প্রশ্ন ও উত্তর দেওয়া আছে।
প্রশ্নগুলি আপনাদের পরবর্তী রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে, সুতরাং দেরী না করে রেলওয়ে গ্রুপ ডি ২০২২ প্রশ্ন ও উত্তর গুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।
Railway Group D 18 August 2022 Questions
০১. পঙ্গল উৎসবে কোন দেবতার পূজা করা হয় ?
উত্তরঃ সূর্য।
০২. ১ হর্স পাওয়ার সমান কত ওয়াট ?
উত্তরঃ ৭৪৬ ওয়াট।
০৩. ম্যানগ্রোভ অরণ্য কোন রাজ্যে বেশি দেখতে পাওয়া যায় ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ।
০৪. ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ রাজা রামমোহন রায়।
০৫. ভারতীয় সংবিধানের ২১ অনুচ্ছেদে কি উল্লেখ আছে ?
উত্তরঃ জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার কথা।
০৬. লোসার উৎসবটি কোথায় পালিত হয় ?
উত্তরঃ লাদাখে।
০৭. এনভায়রনমেন্ট পারফর্মেন্স ইনডেক্স ২০২২ এ ভারতের স্থান কত ?
উত্তরঃ ১৮০।
০৮. সোডিয়াম বাই কার্বনেট এর রাসায়নিক নাম কি ?
উত্তরঃ NaHCO3.
০৯. তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ মহারাষ্ট্র।
১০. Official Languages Act কবে কার্যকর হয়েছিল ?
উত্তরঃ ১৯৬৩ সালে।
১১. সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল কোনটি ?
উত্তরঃ সিজিয়াম।
১২. তারাদের ঝিকিমিকি করার কারণ কি ?
উত্তরঃ বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাসবৃদ্ধি।
১৩. সম্প্রতি ২৫তম মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে ?
উত্তরঃ রাজীব কুমার।
১৪. আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ রাজা রামমোহন রায়।
১৫. ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি ?
উত্তরঃ ২২টি।
১৬. ৭৩তম সংবিধান সংশোধনী কীসের সঙ্গে সম্পর্কিত ?
উত্তরঃ পঞ্চায়েতি রাজ।
১৭. ইসলাম ধর্মের প্রবর্তক কে ?
উত্তরঃ হযরত মুহাম্মদ।
১৮. রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ স্বামী বিবেকানন্দ।
১৯. পঙ্কজ আদবানি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ বিলিয়ার্ডস।
২০. জঙ্গল এলাকা বৃদ্ধির নিরিখে ভারতের স্থান কত ?
উত্তরঃ তৃতীয়।
২১. কস্টিক সোডার রাসায়নিক নাম কি ?
উত্তরঃ NaOH.
২২. বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটক।
২৩. আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৮৭৫ সালে।
২৪. স্যার টমাস রো কোন মোগল সম্রাটের রাজসভায় আসেন ?
উত্তরঃ জাহাঙ্গীর।
২৫. মেরুদন্ডের উৎপত্তি কোথা থেকে হয় ?
উত্তরঃ মেডোলা।
২৬. প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ২৬শে জানুয়ারি।
২৭. ফ্লোয়েম এর কাজ কি ?
উত্তরঃ খাদ্য পরিবহণ করা।
২৮. অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট কে প্রকাশ করেন ?
উত্তরঃ অর্থমন্ত্রী।
File Details :
File Name : Railway Group D Questions (18 Aug 2022)
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.3 MB
Just awesome 😊
RRC Grop D 2022 er all shift questions banglai pdf dile khub upokrito hobo.