পুরুলিয়া অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2024 | Purulia Anganwadi Recruitment 2024
পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অন্তর্গত ঝালদা-২, বলরামপুর, বলরামপুর (অতিরিক্ত) এবং আড়ষা ব্লকের বিভিন্ন সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতিমূলক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
রিক্রুটমেন্ট বোর্ড | পুরুলিয়া সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্প |
পদের নাম | অঙ্গনওয়াড়ি কর্মী |
শুন্যপদ | ৯০টি |
আবেদন মাধ্যম | অফলাইন |
অফিশিয়াল ওয়েবসাইট | purulia.gov.in |
পদের নাম :
অঙ্গনওয়াড়ি কর্মী।
শুন্যপদ :
সবমিলিয়ে মোট শুন্যপদ ৯০টি।
ব্লক ভিত্তিক শুন্যপদ :
ব্লক | শুন্যপদ |
---|---|
ঝালদা-২ | ৯টি |
বলরামপুর | ৩০টি |
বলরামপুর (অতিরিক্ত) | ২৮টি |
আরষা | ২৩টি |
মোট | ৯০টি |
শিক্ষাগত যোগ্যতা :
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পাশ হতে হবে। মনে রাখবেন যে সকল সহায়িকা ১৯শে সেপ্টেম্বর ২০১৩ এর পূর্বে সহায়িকা পদে যোগদান করেছেন, তাদের ক্ষেত্রে সহায়িকা পদে আবেদন করার সময় নিজের মাধ্যমিক বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা গোপন করে থাকেন তাহলে এই ক্ষেত্রে তার আবেদনপত্র বিবেচিত হবেনা।
বয়সসীমা :
৩০শে জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীর ৬৫ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন :
অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতাসহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। বর্তমানে কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক ৪৫০০/- টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক ৩৭৫০/- টাকা।
নিয়োগ পদ্ধতি :
সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। মোট ৫০ নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে লিখিত পরীক্ষায় ৩৫ নম্বর, অভিজ্ঞতার ক্ষেত্রে ১০ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ৫ নম্বর।
আবেদন পদ্ধতি :
অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনপত্রের নমুনা অনুযায়ী পূরণ করা আবেদনপত্র ব্লকভিত্তিক উল্লেখিত কার্যালয়ে সীলকরা খামে হাতে হাতে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা নিম্নে দেওয়া ব্লক ভিত্তিক বিজ্ঞপ্তি থেকে পেয়ে যাবেন।
আবেদনের তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু | ৩০শে জানুয়ারি ২০২৪ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২৩শে ফেব্রুয়ারি ২০২৪ |
নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি উক্ত পোস্টে আলোচনা করা হয়েছে। এছাড়াও এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখুন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক :
ব্লক ভিত্তিক বিজ্ঞপ্তি | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |