পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নিয়োগ 2022 | পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কর্মী নিয়োগ
সুপ্রিয় বন্ধুরা,
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের অফিশিয়াল ওয়েবসাইটে ফায়ার সেফটি অফিসার ও সিকিউরিটি ম্যানেজার পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সুতরাং যারা এই চাকরির জন্য আগ্রহী তারা এই চাকরি সম্বন্ধীয় সাধারণ বিষয়গুলি জেনে নিন।
নিম্নে আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফায়ার সেফটি অফিসার ও সিকিউরিটি ম্যানেজার পদে চাকরির শুন্যপদ, যোগ্যতা, বয়স, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি প্রভৃতি সম্বন্ধে আলোচনা করলাম।
পদের নাম
অফিশিয়াল নোটিফিকেশনে প্রধানত দুটি পদে নিয়োগের কথা উল্লেখ করা আছে। যথা- ফায়ার সেফটি অফিসার ও সিকিউরিটি ম্যানেজার।
শুন্যপদ
মোট শুন্যপদ ১০৩টি। ফায়ার সেফটি অফিসার পদে ২৩জন কর্মী নেওয়া হবে এবং সিকিউরিটি ম্যানেজার পদে ৮০জন কর্মী নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
ফায়ার সেফটি অফিসার পদের ক্ষেত্রে,
নাগপুরের ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে B.E. (Fire) করে থাকবে হবে অথবা AICTE/UGC অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ফায়ার টেকনোলজি/ফায়ার ইঞ্জিয়ারিং/সেফটি এবং ফায়ার ইঞ্জিয়ারিং নিয়ে চার বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রী থাকতে হবে।
সিকিউরিটি ম্যানেজার পদের ক্ষেত্রে,
AICTE/UGC অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে।
বয়সসীমা
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফায়ার সেফটি অফিসার ও সিকিউরিটি ম্যানেজার এই দুটি পদের ক্ষেত্রেই ১লা জুলাই ২০২২ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
এছাড়া সরকারী নিয়মানুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবে, যেমন- SC/ST/Ex-Servicemen প্রার্থীদের বয়সে ৫ বছরের ছাড়, OBC প্রার্থীদের বয়সে ৩ বছরের ছাড় এবং PWBD প্রার্থীদের বয়সে ১০ বছরের ছাড়।
মাসিক বেতন
ফায়ার সেফটি অফিসার পদের ক্ষেত্রে মাসিক বেতন ৩৬০০০ টাকা থেকে শুরু এবং সিকিউরিটি ম্যানেজার পদের ক্ষেত্রে মাসিক বেতন ৪৮১৭০ টাকা থেকে শুরু।
নিয়োগ পদ্ধতি
শুধুমাত্র ইন্টারভিউ অথবা লিখিত/অনলাইন টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি
অফলাইন মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। অফিশিয়াল ওয়েবসাইট থেকে যে পদের জন্য আবেদন করতে চান সেটির আবেদনপত্রটি ডাউনলোড করে, প্রিন্ট আউট করার পর সেটা সঠিকভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস যোগ করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
- শিক্ষাগত যোগ্যতা মার্কশিট ও সার্টিফিকেট
- কাস্ট সার্টিফিকেট
- রঙিন পাসপোর্ট সাইজের ছবি
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
CHIEF MANAGER (RECRUITMENT SECTION),
HRD DIVISION, PUNJAB NATIONAL BANK,
CORPORATE OFFICE, PLOT NO 4, SECTOR 10,
DWARKA, NEW DELHI -110075
আবেদন ফি
SC/ST/PWBD প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৫৯ টাকা এবং অন্যান্য সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ১০০৩ টাকা।
আবেদনের শেষ তারিখ
আগামী ৩০শে আগস্ট ২০২২ পর্যন্ত।
■ অফিশিয়াল নোটিশঃ ডাউনলোড
■ ফায়ার সেফটি অফিসার আবেদনপত্রঃ ডাউনলোড
■ সিকিউরিটি ম্যানেজার আবেদনপত্রঃ ডাউনলোড
■ অফিশিয়াল ওয়েবসাইটঃ ভিজিট করুন
■ Our Telegram Channel : Join Now
Great
Female candidate কি আবেদন করতে পারবে …..? সিকিউরিটি ম্যানেজার পোষ্ট এর ক্ষেত্রে