WB Primary TET Result 2022 | প্রাইমারি টেট রেজাল্ট ২০২২
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সাংবাদিক বৈঠকের মাধ্যমে ২০২২ সালের প্রাইমারি টেট রেজাল্ট প্রকাশ করলো। গত ১১ই ডিসেম্বর অত্যাধিক কড়াকড়ির মধ্য দিয়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল। প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী টেট পরীক্ষায় অংশ নিয়েছিলেন, যার মধ্যে দেড় লাখ পরীক্ষার্থী পাশ করেছেন।
Primary TET Result 2022
Board | West Bengal Board of Primary Education |
Result Date | 10 Feb 2023 |
Official Website | wbbpe.org |
Result | Click Here |
কীভাবে রেজাল্ট দেখবেন ?
- উপরের Click Here বাটনটিতে ক্লিক করুন।
- তারপর Teacher Eligibility Test, 2022 (TET-2022) তে ক্লিক করুন।
- তারপর Check Result তে ক্লিক করুন।
- তারপর রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ সঠিকভাবে প্রদান করুন।
- চেক রেজাল্ট বাটনে ক্লিক করুন।
- দেখবেন রেজাল্ট চলে আসবে।
Pintu das
West Bengal primary TET result
TET result TET result