Saturday, December 21, 2024
Homeভারতের সংবিধানভারতের রাষ্ট্রপতি | নির্বাচন, যোগ্যতা, কার্যকাল, কার্যাবলী

ভারতের রাষ্ট্রপতি | নির্বাচন, যোগ্যতা, কার্যকাল, কার্যাবলী

ভারতের রাষ্ট্রপতি পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত তথ্য PDF | President of India

ভারতের রাষ্ট্রপতি | নির্বাচন, যোগ্যতা, কার্যকাল, কার্যাবলী
ভারতের রাষ্ট্রপতি

সুপ্রিয় বন্ধুরা,
যারা ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত বিস্তারিত তথ্যের একটি ভালো আর্টিকেলের অনুসন্ধান করছেন, তাদের জন্য আমাদের আজকের এই পোস্ট। এই পোস্টটিতে ভারতের রাষ্ট্রপতি পদ সম্পর্কিত বেসিক ও গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করা আছে।

পোস্টটিতে ভারতের রাষ্ট্রপতির নির্বাচন, যোগ্যতা, কার্যকাল, অপসারণ, ক্ষমতা ও কার্যাবলী প্রভৃতি সমস্ত কিছু সম্বন্ধে খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। এছাড়াও ভারতের সমস্ত রাষ্ট্রপতির তালিকা টিও দেওয়া আছে।

সুতরাং সময় আর অপচয় না করে পোস্টটি ভালো করে দেখে নিন এবং প্রয়োজনে নীচ থেকে ভারতের রাষ্ট্রপতি PDF ফাইলটি বিনামূল্যে সংগ্রহ করে নিতে পারেন, যাতে করে অফলাইনে যখন খুশি পড়তে পারেন।

ভারতের রাষ্ট্রপতি

■ রাষ্ট্রপতি নির্বাচন

ভারতের রাষ্ট্রপতি প্রত্যক্ষভাবে জনগণের দ্বারা নির্বাচিত হন না। সংবিধানের ৫৪ নং ধারা অনুসারে তিনি কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্টের উভয় কক্ষের অর্থাৎ লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত সদস্যগণ এবং রাজ্যগুলির বিধানসভা সমূহের সদস্যগণ দ্বারা গঠিত নির্বাচকমণ্ডলীর দ্বারা ‘একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে’ নির্বাচিত হন।

■ যোগ্যতা

সংবিধানের ৫৮ নং ধারায় রাষ্ট্রপতি পদের যোগ্যতাবলি সম্পর্কে আলোচিত হয়েছে।

  • ভারতীয় নাগরিক হতে হবে।
  • বয়স হতে হবে নূন্যতম ৩৫ বছর।
  • লোকসভার সদস্য হওয়ার যোগ্যতাসম্পন্ন হতে হবে।
  • কেন্দ্রীয় বা কোন রাজ্য আইনসভার সদস্য থাকা চলবে না।
  • রাষ্ট্রাধীন কোন লাভজনক পদে অধিষ্ঠিত থাকা চলবে না।
■ কার্যকাল

ভারতের রাষ্ট্রপতির কার্যকাল মেয়াদ ৫ বছর, তবে পুনরায় নির্বাচিত হতে পারেন।

■ বেতন

মাসিক ৫ লক্ষ টাকা।

■ অপসারণ

রাষ্ট্রপতি ৫ বছরের জন্য নির্বাচিত হলেও মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই তাঁকে ৫৬ (১) (খ) এবং ৬১ নং ধারা অনুযায়ী ইমপিচমেন্ট পদ্ধতিতে পদচ্যুত করা যায়। রাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য সংসদের যেকোনো কক্ষে প্রস্তাব উত্থাপন করে প্রস্তাবটি দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন লাভের পর সংসদের অপর পক্ষে পাঠাতে হয় এবং সেখানে সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি পাশ হলে তবে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়।

■ রাষ্ট্রপতির ক্ষমতা
ক. শাসন সংক্রান্ত ক্ষমতা
  • রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী-সহ কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য, অ্যাটর্নি জেনারেল, ব্যয় নিয়ন্ত্রক ও মহাগণনা পরিষদ, নির্বাচন কমিশনার, কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্বক কমিশনের সদস্য, অঙ্গরাজ্যের রাজ্যপাল, সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতি, অর্থকমিশনের সদস্যগণ, আন্তঃরাজ্য কমিশনের সদস্যগন, ভাষা কমিশনের সদস্যগণ প্রভৃতি পদাধিকারীদের নিয়োগ করেন।
  • সংবিধান অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি। তিনি স্থল, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের নিয়োগ করার পাশাপাশি বিদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপনও করতে পারেন।  অবশ্য এ ব্যাপারে সংসদের অনুমতি নিতে হবে।
  • ভারতের যাবতীয় সরকারী কাজকর্ম রাষ্ট্রপতির নামে সম্পাদিত হয়।  ভারতের বৈদেশিক কূটনীতিকদের রাষ্ট্রপতি নিয়োগ করেন।
  • ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির শাসনব্যবস্থা রাষ্ট্রপতির অধীনে পরিচালিত হয়।
খ. আইন সংক্রান্ত ক্ষমতা
  • সংবিধানে রাষ্ট্রপতিকে লোকসভা এবং রাজ্যসভার সদস্য মনোনয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। ৮০ (৩) নং ধারা অনুযায়ী সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা, চারুকলা প্রভৃতি ক্ষেত্রের প্রতিষ্ঠিত ব্যক্তিদের মধ্যে থেকে ১২ জনকে রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত করতে পারেন। এছাড়া ২ জন ইঙ্গ-ভারতীয়কে লোকসভায় মনোনীত করতে পারেন।
  • রাষ্ট্রপতি সংসদের উভয়কক্ষে অধিবেশন আহ্বান কিংবা সমাপ্তিও ঘোষণা করতে পারেন। বিশেষ প্রয়োজনে লোকসভার মেয়াদ শেষ হওয়ার আগে তা ভেঙে দিতে পারেন।
  • ৮৬ (১) নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি যে কোন কক্ষে কিংবা উভয় কক্ষে যৌথ অধিবেশনে ভাষণ দিতে পারেন।
  • উভয়কক্ষের পাশ হওয়া প্রতিটি বিল রাষ্ট্রপতির সম্মতি ছাড়া আইনে পরিণত হতে পারে না।
  • সংসদের অধিবেশন বন্ধ থাকাকালীন সময়ে বিশেষ প্রয়োজনে রাষ্ট্রপতি অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন।
  • কয়েকটি বিল (রাজ্যগঠন, রাজ্যের নাম ও সীমানা পরিবর্তন সংক্রান্ত) পার্লামেন্টে পেশ করার আগে রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন হয়।
গ. অর্থ সংক্রান্ত ক্ষমতা
  • রাষ্ট্রপতির পূর্ব সম্মতি ছাড়া কোন অর্থবিল লোকসভায় উত্থাপন করা যায় না।
  • রাষ্ট্রপতি প্রত্যেক আর্থিক বছরে অর্থমন্ত্রীর মাধ্যমে সংসদে বাজেট উত্থাপন করেন।
  • আপাতকালীন ব্যয় নির্বাহের কাজে তিনি ‘আকস্মিক ব্যয় সংকুলান তহবিল’ গঠন করতে পারেন।
  • কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে রাজস্ব বণ্টনের জন্য ৫ বছর অন্তর অর্থকমিশন গঠন করেন।
ঘ. বিচার সংক্রান্ত ক্ষমতা
  • সুপ্রিমকোর্ট, হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ ও অপসারণ করেন।
  • দণ্ডিত ব্যক্তিদের দণ্ডাদেশ স্থগিত বা হ্রাস করতে পারেন।
ঙ. জরুরী অবস্থা সংক্রান্ত ক্ষমতা

সংবিধান অনুযায়ী তিনি ৩ ধরণের জরুরী অবস্থা ঘোষণা করতে পারেন। বহিঃশত্রু  আক্রমণের ফলে দেশে নিরাপত্তার প্রয়োজনে ৩৫২ নং ধারা অনুযায়ী জাতীয় জরুরী অবস্থা ঘোষণা করতে পারেন। কোন রাজ্যপালের প্রতিবেদনের ভিত্তিতে ৩৫৬ নং ধারা অনুযায়ী রাজ্যে সাংবিধানিক অচলাবস্থাজনিত জরুরী অবস্থা জারি করতে পারেন। ৩৬০ নং ধারা অনুযায়ী তিনি আর্থিক জরুরী অবস্থা জারি করতে পারেন।

ভারতের রাষ্ট্রপতি তালিকা

ভারতের রাষ্ট্রপতিকার্যকাল
রাজেন্দ্র প্রসাদ২৬শে জানুয়ারি ১৯৫০

১৩ই মে ১৯৬২
সর্বপল্লী রাধাকৃষ্ণণ১৩ই মে ১৯৬২

১৩ই মে ১৯৬৭
জাকির হুসেন১৩ই মে ১৯৬৭

৩রা মে ১৯৬৯
বরাহগিরি ভেঙ্কট গিরি (ভারপ্রাপ্ত)৩রা মে ১৯৬৯

২০শে জুলাই ১৯৬৯
মুহাম্মদ হিদায়াতউল্লাহ (ভারপ্রাপ্ত)২০শে জুলাই ১৯৬৯

২৪শে আগস্ট ১৯৬৯
বরাহগিরি ভেঙ্কট গিরি২৪শে আগস্ট ১৯৬৯

২৪শে আগস্ট ১৯৭৪
ফখরুদ্দিন আলি আহমেদ২৪শে আগস্ট ১৯৭৪

১১ই ফেব্রুয়ারি ১৯৭৭
বসপ্পা ধনপ্পা জত্তী (ভারপ্রাপ্ত)১১ই ফেব্রুয়ারি ১৯৭৭

২৫শে জুলাই ১৯৭৭
নীলম সঞ্জীব রেড্ডি২৫শে জুলাই ১৯৭৭

২৫শে জুলাই ১৯৮২
জৈল সিং২৫শে জুলাই ১৯৮২

২৫শে জুলাই ১৯৮৭
রামস্বামী ভেঙ্কটারমণ২৫শে জুলাই ১৯৮৭

২৫শে জুলাই ১৯৯২
শঙ্কর দয়াল শর্মা২৫শে জুলাই ১৯৯২

২৫শে জুলাই ১৯৯৭
কে. আর. নারায়ণন২৫শে জুলাই ১৯৯৭

২৫শে জুলাই ২০০২
এ. পি. জে. আব্দুল কালাম২৫শে জুলাই ২০০২

২৫শে জুলাই ২০০৭
প্রতিভা পাটিল২৫শে জুলাই ২০০৭

২৫শে জুলাই ২০১২
প্রণব মুখোপাধ্যায়২৫শে জুলাই ২০১২

২৫শে জুলাই ২০১৭
রামনাথ কোবিন্দ২৫শে জুলাই ২০১৭

২৫শে জুলাই ২০২২
দ্রৌপদী মুর্মু২৫শে জুলাই ২০২২

বর্তমান

Download Section :


File Name : President of India
Language : Bengali
No. of Pages : 04
Size : 0.6 MB

Important Questions :

■ ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি ?
Ans: রাজেন্দ্র প্রসাদ।

■ ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি ?
Ans: দ্রৌপদী মুর্মু।

■ ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতির নাম কি ?
Ans: সর্বপল্লী রাধাকৃষ্ণণ।

■ ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি ?
Ans: জাকির হুসেন।

■ ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি ?
Ans: প্রতিভা পাটিল।

■ ভারতের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি ?
Ans: রাষ্ট্রপতি ভবন।

■ ভারতের রাষ্ট্রপতির বেতন কত ?
Ans: মাসিক ৫ লক্ষ টাকা।

■ এ. পি. জে. আব্দুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন ?
Ans: ১১তম।

■ দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন ?
Ans: ১৫তম।

RELATED ARTICLES

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts