আইসিডিএস পরীক্ষার প্রশ্ন উত্তর PDF | ICDS Question and Answer in Bengali
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের আইসিডিএস পরীক্ষার প্রশ্ন উত্তর PDF টি প্রদান করলাম। যেটিতে সাধারণ জ্ঞান বিষয়টি থেকে কতকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া আছে; যেগুলি আপনাদের আইসিডিএস সুপারভাইজর, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ রকমভাবে সাহায্য করবে। সুতরাং সময় অপচয় না করে প্রশ্নোত্তরগুলি দেখে নিন-
প্রশ্ন: বিশ্বের বৃহত্তম আম উৎপাদক দেশের নাম কী ?
উত্তর: ভারত।
প্রশ্ন: বস্তুর উষ্ণতা পরিমাপ করা হয় কোন সরঞ্জামের সাহায্যে ?
উত্তর: থার্মোমিটার।
প্রশ্ন: ‘চিরবসন্তের দেশ’ কাকে বলা হয় ?
উত্তর: কুইটো/কিটো (ইকুয়েডর)।
প্রশ্ন: পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে ?
উত্তর: ফর্মিক অ্যাসিড।
প্রশ্ন: ফারাক্কা প্রকল্প কোথায় অবস্থিত ?
উত্তর: পশ্চিমবঙ্গের গঙ্গা নদীতে।
প্রশ্ন: স্বাধীন ভারতের প্রথম মন্ত্রীসভায় শিক্ষা মন্ত্রী কে ছিলেন ?
উত্তর: মৌলানা আবুল কালাম আজাদ।
প্রশ্ন: ভারতের কোথায় জাফরান অধিক পরিমাণে পাওয়া যায় ?
উত্তর: কাশ্মীর উপত্যকায়।
প্রশ্ন: ভারতে কে প্রথম সর্বভারতীয় মহিলা সমিতি গড়েন ?
উত্তর: অ্যানি বেসান্ত।
প্রশ্ন: নদীয়া জেলার সদর দপ্তর কোনটি ?
উত্তর: কৃষ্ণনগর।
প্রশ্ন: কোন সালে চুয়াড় বিদ্রোহের সূচনা ঘটে ?
উত্তর: ১৭৬৮ সালে।
প্রশ্ন: ভারতের জাতীয় প্রতীকের স্তম্ভে দাঁড়ানো মোট সিংহের সংখ্যা কয়টি ?
উত্তর: ৪টি।
প্রশ্ন: ‘গুড ফ্রাইডে’ উৎসব কোন দিনটির স্মরণে পালন করা হয় ?
উত্তর: যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধের দিন।
প্রশ্ন: জাতীয় মানবাধিকার কমিশন কবে গড়ে ওঠে ?
উত্তর: ১৯৯৩ সালে।
প্রশ্ন: ‘প্রথম প্রতিশ্রুতি’ উপন্যাসের রচয়িতা কে ?
উত্তর: আশাপূর্ণা দেবী।
প্রশ্ন: জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের আনুপাতিক হার কত ?
উত্তর: ২ : ৩।
প্রশ্ন: ইউরিয়াতে কোন মৌলের পরিমান অধিক থাকে ?
উত্তর: নাইট্রোজেন।
প্রশ্ন: মরফিন নামক উপক্ষার কোথায় পাওয়া যায় ?
উত্তর: আফিম।
প্রশ্ন: স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় ?
উত্তর: লালকেল্লায়।
প্রশ্ন: ভাগীরথী ও অলকানন্দার সঙ্গম কোথায় হয় ?
উত্তর: দেবপ্রয়াগ।
প্রশ্ন: বাদুড় কোন প্রকারের জীব ?
উত্তর: স্তন্যপায়ী।
আইসিডিএস পরীক্ষার প্রশ্ন উত্তর PDF
File Details :
File Name : ICDS Question and Answer in Bengali
Language : Bengali
No. of Pages : 01
Size : 0.4 MB
Nice