Monday, September 9, 2024
Homeঅঙ্গনওয়াড়িআইসিডিএস পরীক্ষার প্রশ্ন উত্তর PDF | ICDS Question and Answer in Bengali

আইসিডিএস পরীক্ষার প্রশ্ন উত্তর PDF | ICDS Question and Answer in Bengali

অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্ন উত্তর PDF

আইসিডিএস পরীক্ষার প্রশ্ন উত্তর PDF | ICDS Question and Answer in Bengali

আইসিডিএস পরীক্ষার প্রশ্ন উত্তর PDF
আইসিডিএস পরীক্ষার প্রশ্ন উত্তর PDF

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের আইসিডিএস পরীক্ষার প্রশ্ন উত্তর PDF টি প্রদান করলাম। যেটিতে সাধারণ জ্ঞান বিষয়টি থেকে কতকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া আছে; যেগুলি আপনাদের আইসিডিএস সুপারভাইজর, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ রকমভাবে সাহায্য করবে। সুতরাং সময় অপচয় না করে প্রশ্নোত্তরগুলি দেখে নিন-

প্রশ্ন: বিশ্বের বৃহত্তম আম উৎপাদক দেশের নাম কী ?
উত্তর: ভারত।

প্রশ্ন: বস্তুর উষ্ণতা পরিমাপ করা হয় কোন সরঞ্জামের সাহায্যে ?
উত্তর: থার্মোমিটার।

প্রশ্ন: ‘চিরবসন্তের দেশ’ কাকে বলা হয় ?
উত্তর: কুইটো/কিটো (ইকুয়েডর)।

প্রশ্ন: পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে ?
উত্তর: ফর্মিক অ্যাসিড।

প্রশ্ন: ফারাক্কা প্রকল্প কোথায় অবস্থিত ?
উত্তর: পশ্চিমবঙ্গের গঙ্গা নদীতে।

প্রশ্ন: স্বাধীন ভারতের প্রথম মন্ত্রীসভায় শিক্ষা মন্ত্রী কে ছিলেন ?
উত্তর: মৌলানা আবুল কালাম আজাদ।

প্রশ্ন: ভারতের কোথায় জাফরান অধিক পরিমাণে পাওয়া যায় ?
উত্তর: কাশ্মীর উপত্যকায়।

প্রশ্ন: ভারতে কে প্রথম সর্বভারতীয় মহিলা সমিতি গড়েন ?
উত্তর: অ্যানি বেসান্ত।

প্রশ্ন: নদীয়া জেলার সদর দপ্তর কোনটি ?
উত্তর: কৃষ্ণনগর।

প্রশ্ন: কোন সালে চুয়াড় বিদ্রোহের সূচনা ঘটে ?
উত্তর: ১৭৬৮ সালে।

প্রশ্ন: ভারতের জাতীয় প্রতীকের স্তম্ভে দাঁড়ানো মোট সিংহের সংখ্যা কয়টি ?
উত্তর: ৪টি।

প্রশ্ন: ‘গুড ফ্রাইডে’ উৎসব কোন দিনটির স্মরণে পালন করা হয় ?
উত্তর: যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধের দিন।

প্রশ্ন: জাতীয় মানবাধিকার কমিশন কবে গড়ে ওঠে ?
উত্তর: ১৯৯৩ সালে।

প্রশ্ন: ‘প্রথম প্রতিশ্রুতি’ উপন্যাসের রচয়িতা কে ?
উত্তর: আশাপূর্ণা দেবী।

প্রশ্ন: জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের আনুপাতিক হার কত ?
উত্তর: ২ : ৩।

প্রশ্ন: ইউরিয়াতে কোন মৌলের পরিমান অধিক থাকে ?
উত্তর: নাইট্রোজেন।

প্রশ্ন: মরফিন নামক উপক্ষার কোথায় পাওয়া যায় ?
উত্তর: আফিম।

প্রশ্ন: স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় ?
উত্তর: লালকেল্লায়।

প্রশ্ন: ভাগীরথী ও অলকানন্দার সঙ্গম কোথায় হয় ?
উত্তর: দেবপ্রয়াগ।

প্রশ্ন: বাদুড় কোন প্রকারের জীব ?
উত্তর: স্তন্যপায়ী।

আইসিডিএস পরীক্ষার প্রশ্ন উত্তর PDF

File Details :


File Name : ICDS Question and Answer in Bengali
Language : Bengali
No. of Pages : 01
Size : 0.4 MB

Also Check :
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts