রামকৃষ্ণ মিশন স্কুলে শিক্ষিকা নিয়োগ 2023 | Part Time Assistant Teacher Sarisha Ramakrishna Mission Sarada Mandir Girls School
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার সরিষা রামকৃষ্ণ মিশন সারদা মন্দির গার্লস স্কুলের তরফ থেকে পার্ট টাইম সহকারি শিক্ষিকা নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে আবেদনের জন্য যাবতীয় প্রয়োজনীয় বিষয়গুলি নিম্নে দেওয়া হল-
রিক্রুটমেন্ট বোর্ড | সরিষা রামকৃষ্ণ মিশন সারদা মন্দির গার্লস স্কুল |
পদের নাম | পার্ট টাইম অ্যাসিস্ট্যান্ট টিচার |
শুন্যপদ | ১৪টি |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৫শে এপ্রিল ২০২৩ |
পদের নাম :
পার্ট টাইম অ্যাসিস্ট্যান্ট টিচার।
শুন্যপদ :
মোট শুন্যপদ ১৪টি।
যে সকল বিষয়ের শিক্ষক নেওয়া হবে :
- ইংরেজি
- বাংলা
- ফিজিক্স
- কেমিস্ট্রি
- গণিত
- বায়োলজিক্যাল সাইন্স
- স্ট্যাটিস্টিক
- কম্পিউটার সাইন্স
- ইতিহাস
- ভূগোল
- রাষ্ট্রবিজ্ঞান
- দর্শন
- অর্থনীতি
- নিউট্রিশন
শিক্ষাগত যোগ্যতা :
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক / মাস্টার ডিগ্রী সহ বিএড সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা :
১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।
বেতন :
আলোচনা সাপেক্ষে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি :
সরাসরি ইন্টারভিউ ও ডেমো ক্লাস -এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি :
- অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- আবেদনপত্র ডাউনলোড করুন।
- সঠিকভাবে পূরণ করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করুন।
- সরিষা রামকৃষ্ণ মিশন সারদা মন্দির গার্লস স্কুলের নির্দিষ্ট অফিসে জমা করুন।
প্রয়োজনীয় ডকুমেন্ট :
- জন্ম তারিখ তথা বয়সের প্রমাণপত্র
- প্রাসঙ্গিক মার্কশিট ও সার্টিফিকেট
- ভোটার কার্ড ও আধার কার্ড
- কাস্ট সার্টিফিকেট
- দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
ইন্টারভিউয়ের তারিখ :
- ২৭শে এপ্রিল ২০২৩ (দুপুর ১২টা) – ফিজিক্স, কেমিস্ট্রি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন।
- ২৮শে এপ্রিল ২০২৩ (দুপুর ১২টা) – গণিত, বায়োলজিক্যাল সাইন্স, ইতিহাস, ভূগোল, বাংলা।
- ২৯শে এপ্রিল ২০২৩ (দুপুর ১২টা) – স্ট্যাটিস্টিক, কম্পিউটার সাইন্স, অর্থনীতি, নিউট্রিশন, ইংরেজি।
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু | ১৯শে এপ্রিল ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২৫শে এপ্রিল ২০২৩ |
এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ভিজিট করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |