October 2022 2nd Week Current Affairs Quiz in Bengali
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের জন্য রইলো অক্টোবর ২০২২ দ্বিতীয় সপ্তাহ কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ। যার মাধ্যমে আপনারা সাম্প্রতিককালের ঘটনা সম্পর্কে কতটা অবগত তা যাচাই করে নিতে পারবেন এবং পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। নীচে দেওয়া কুইজ স্টার্ট বাটনে ক্লিক করে কুইজটিতে অংশ নিন।
October 2022 2nd Week CA Quiz
কুইজ | অক্টোবর ২০২২ দ্বিতীয় সপ্তাহ |
প্রশ্ন সংখ্যা | ২৯টি |
সময় | ১০ মিনিট |
QUIZ START
#1. 1.World Standards Day পালন করা হয় কবে?
#2. বন্ধন ব্যাঙ্কের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?
#3. Commitment to Reducing Inequality Index (CRII) 2022- এ ভারতের স্থান কত?
#4. সম্প্রতি কোন দেশের সাথে ঐতিহাসিক সীমান্ত চুক্তিতে রাজি হলো ইজরায়েল?
#5. BCCI-এর নতুন প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হচ্ছেন কে?
#6. সম্প্রতি কোথায় CSK Academy-র উদ্বোধন করলেন মহেন্দ্র সিং ধোনি?
#7. কৃষকদের জন্য HIMCAD Scheme লঞ্চ করলো কোন সরকার?
#8. World Arthritis Day পালন করা হয় কবে?
#9. সম্প্রতি "GLONASS-K" নামে নেভিগেশন স্যাটেলাইট সফলভাবে লঞ্চ করলো কোন দেশ?
#10. সম্প্রতি প্রয়াত Dr. Temsula Ao কোন রাজ্যের প্রখ্যাত লেখিকা ছিলেন?
#11. মহাকাশে শুট করতে করতে চলা প্রথম অভিনেতা হচ্ছেন কে
#12. সম্প্রতি কোথায় Indian Roads Congress-এর উদ্বোধন করলেন নীতিন গদকরী?
#13. আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস পালন করা হয় কবে?
#14. সম্প্রতি কোথায় Water Sports Center-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর?
#15. ২০২৩ সালে 37th National Games হোস্ট করবে কোন রাজ্য?
#16. সম্প্রতি প্রয়াত মুলায়ম সিং যাদব কে ছিলেন?
#17. ভারতের ৫০তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হচ্ছেন কে?
#18. World Mental Health Day পালন করা হয় কবে?
#19. 2022 IBSF World Billiards Championship জিতলেন কে?
#20. সম্প্রতি সমাজ সেবার জন্য "সেবা রত্ন সম্মান" পেলেন কে?
#21. World Post Day পালন করা হয় কবে?
#22. বাল্য বিবাহের ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য?
#23. সম্প্রতি প্রয়াত অরুণ বালী কে ছিলেন?
#24. ভারতীয় বায়ুসেনা দিবস পালন করা হয় কবে?
#25. কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন সিবি জর্জ?
#26. কোন জায়গার ১৩৬ ফুট লম্বা দুর্গা পূজা প্যান্ডেল গিনেস বুকে অন্তর্ভুক্ত হলো?
#27. সম্প্রতি কোন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন প্রশান্ত কুমার?
#28. সম্প্রতি Ultraman India খেতাব জিতলেন কে?
#29. মহিলা উদ্যোক্তাদের জন্য "herSTART" নামে পোর্টাল লঞ্চ করলেন কে?
Finish
Yes I want more for tet exam