November 2023 2nd Week Current Affairs Quiz in Bengali
আজ আপনাদের জন্য রইলো নভেম্বর ২০২৩ দ্বিতীয় সপ্তাহ কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ। যার মাধ্যমে আপনারা সাম্প্রতিককালের ঘটনা সম্পর্কে কতটা অবগত তা নিজেরাই যাচাই করে নিতে পারবেন এবং পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। নীচে দেওয়া কুইজ স্টার্ট বাটনে ক্লিক করে কুইজটিতে অংশ নিন।
November 2023 Second Week CA Quiz
কুইজ | নভেম্বর ২০২৩ দ্বিতীয় সপ্তাহ |
প্রশ্ন সংখ্যা | ৩০টি |
সময় | ৫ মিনিট |
QUIZ START
#1. বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় কবে?
#2. কত লক্ষ প্রদীপ জ্বালিয়ে গিনেস রেকর্ড গড়লো অযোধ্যা?
#3. ভারতের প্রথম রাজ্য হিসাবে Uniform Civil Code চালু করছে কে?
#4. 33rd Conference on World Animal Health হোস্ট করবে কে?
#5. ন্যাশনাল গেমস ২০২৩-এ "Best Male Athlete" তকমা পেলেন কে?
#6. ২০২৩ ন্যাশনাল গেমসে Best Female Athlete Trophy জিতলেন কে?
#7. প্রতিবন্ধী ঋণগ্রহীতাদের জন্য কত শতাংশ সুদের হার ছাড় দেওয়ার ঘোষণা করলো সরকার?
#8. কত বছর পর বিখ্যাত চ্যাট প্ল্যাটফর্ম Omegle অফিসিয়াল ভাবে বন্ধ হলো?
#9. ২০২৩-২৪ আর্থিক বর্ষে ভারতে তুলো উৎপাদন কত শতাংশ হ্রাস পাবে?
#10. সম্প্রতি 'Bharat Organics' ব্র্যান্ড লঞ্চ করলেন কে?
#11. বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয় কবে?
#12. সরকারের হস্তক্ষেপের কারণে কোন দেশের ক্রিকেট বোর্ডকে সাসপেন্স করলো ICC?
#13. Coolest Place In Asia To Visit In 2024 তকমা পেল কে?
#14. জাতীয় শিক্ষা দিবস পালন করা হয় কবে?
#15. বিশ্বে প্রথম নিযুক্ত রোবট CEO-এর নাম কী?
#16. 10th Kalinga Literary Festival অনুষ্ঠিত হবে কোথায়?
#17. শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব বিজ্ঞান দিবস পালন করা হয় কবে?
#18. ২০২৩ ন্যাশনাল গেমসের মেডেল ট্যালিতে প্রথম স্থানে রয়েছে কে?
#19. ২০২৪ সালে 38th National Games অনুষ্ঠিত হবে কোন রাজ্যে?
#20. National Legal Services Day পালন করা হয় কবে?
#21. Cow Census বা গরু গণনা শুরু করবে কোন রাজ্য সরকার?
#22. McKinsey's Employee Well-Being Survey-তে ভারতের স্থান কত
#23. পরিযায়ী শ্রমিকদের কল্যাণে ৯টি রাজ্যের সঙ্গে চুক্তি করবে কে?
#24. "প্রলয়" নামে ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করলো কোন দেশ?
#25. World Radiography Day পালন করা হয় কবে?
#26. FIDE Grand Swiss Chess Event-এ শীর্ষ স্থান অর্জন করলো কোন দেশ?
#27. 54th International Film Festival of India অনুষ্ঠিত হবে কোথা
#28. Global Responsible Tourism Award 2023 জিতলো কোন রাজ্য?
#29. International Solar Alliance (ISA)-এর ৯৫তম মেম্বার হলো কোন দেশ?
#30. Businessline’s Changemaker of the Year 2023 Award জিতলো কে?
Finish