উত্তর চব্বিশ পরগনা অঙ্গনওয়াড়ি নিয়োগ 2024 | North 24 Parganas Anganwadi Recruitment 2024
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত বিভিন্ন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুন্যপদ, যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে আলোচনা করা হলো।
রিক্রুটমেন্ট বোর্ড | উত্তর ২৪ পরগনা সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্প |
পদের নাম | অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা |
শুন্যপদ | ৭৩৫টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
অফিশিয়াল ওয়েবসাইট | north24parganas.gov.in |
পদের নাম :
অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা।
শুন্যপদ :
অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে মোট ৭৩৫টি শুন্যপদে নিয়োগ করা হবে।
পৌরসভা/পঞ্চায়েত সমিতি ভিত্তিক শুন্যপদ :
পৌরসভা/পঞ্চায়েত সমিতি | অঙ্গনওয়াড়ি কর্মী | অঙ্গনওয়াড়ি সহায়িকা |
---|---|---|
টীটাগড় | ১৮টি | ৪০টি |
খড়ডহ | ০টি | ৩টি |
পানিহাটি | ৫টি | ২৭টি |
ব্যারাকপুর | ১টি | ১২টি |
নৈহাটি | ১টি | ৯টি |
ব্যারাকপুর-২ | ২টি | ১১টি |
বারাসাত (আরবান) | ৩টি | ১৮টি |
কামারহাটি | ১৫টি | ৪৮টি |
বাগদা | ৮টি | ২০০টি |
সন্দেশখালি-১ | ১০টি | ৮০টি |
হিঙ্গলগঞ্জ | ৯টি | ৩৯টি |
উত্তর দমদম | ১টি | ৫টি |
স্বরূপনগর | ১১টি | ১৩২টি |
মধ্যমগ্রাম – নিউ ব্যারাকপুর | ২টি | ১৮টি |
অশোকনগর – কল্যাণগড় | ১টি | ১টি |
গারুলিয়া | ০টি | ৩টি |
বসিরহাট | ০টি | ২টি |
মোট | ৮৭টি | ৬৪৮টি |
শিক্ষাগত যোগ্যতা :
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
বয়সসীমা :
১লা জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন :
অঙ্গনওয়াড়ি সহায়িকা | ৬৩০০/- টাকা |
অঙ্গনওয়াড়ি কর্মী | ৮২৫০/- টাকা |
নিয়োগ পদ্ধতি :
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদন পদ্ধতি :
আবেদনকারিণীদের http://64.227.165.145/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা করতে হবে।
আবেদনের তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু | ২রা মার্চ ২০২৪ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২রা এপ্রিল ২০২৪ |
নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি উক্ত পোস্টে আলোচনা করা হয়েছে। এছাড়াও এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখুন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক :
ব্লক ভিত্তিক বিজ্ঞপ্তি | ক্লিক করুন |
আবেদন করুন | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |