Sunday, December 22, 2024
Homeচাকরির খবরউত্তর চব্বিশ পরগনা অঙ্গনওয়াড়ি নিয়োগ 2024 | North 24 Parganas Anganwadi Recruitment...

উত্তর চব্বিশ পরগনা অঙ্গনওয়াড়ি নিয়োগ 2024 | North 24 Parganas Anganwadi Recruitment 2024

উত্তর ২৪ পরগনা জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ

উত্তর চব্বিশ পরগনা অঙ্গনওয়াড়ি নিয়োগ 2024 | North 24 Parganas Anganwadi Recruitment 2024

উত্তর চব্বিশ পরগনা অঙ্গনওয়াড়ি নিয়োগ 2024 | North 24 Parganas Anganwadi Recruitment 2024
উত্তর চব্বিশ পরগনা অঙ্গনওয়াড়ি নিয়োগ 2024 | North 24 Parganas Anganwadi Recruitment 2024

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত বিভিন্ন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুন্যপদ, যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে আলোচনা করা হলো।

রিক্রুটমেন্ট বোর্ডউত্তর ২৪ পরগনা সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্প
পদের নামঅঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা
শুন্যপদ৭৩৫টি
আবেদন মাধ্যমঅনলাইন
অফিশিয়াল ওয়েবসাইটnorth24parganas.gov.in
পদের নাম :

অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা।

শুন্যপদ :

অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে মোট ৭৩৫টি শুন্যপদে নিয়োগ করা হবে।

পৌরসভা/পঞ্চায়েত সমিতি ভিত্তিক শুন্যপদ :
পৌরসভা/পঞ্চায়েত সমিতিঅঙ্গনওয়াড়ি কর্মীঅঙ্গনওয়াড়ি সহায়িকা
টীটাগড়১৮টি৪০টি
খড়ডহ০টি৩টি
পানিহাটি৫টি২৭টি
ব্যারাকপুর১টি১২টি
নৈহাটি১টি৯টি
ব্যারাকপুর-২২টি১১টি
বারাসাত (আরবান)৩টি১৮টি
কামারহাটি১৫টি৪৮টি
বাগদা৮টি২০০টি
সন্দেশখালি-১১০টি৮০টি
হিঙ্গলগঞ্জ৯টি৩৯টি
উত্তর দমদম১টি৫টি
স্বরূপনগর১১টি১৩২টি
মধ্যমগ্রাম – নিউ ব্যারাকপুর২টি১৮টি
অশোকনগর – কল্যাণগড়১টি১টি
গারুলিয়া০টি৩টি
বসিরহাট০টি২টি
মোট৮৭টি৬৪৮টি
শিক্ষাগত যোগ্যতা :

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।

বয়সসীমা :

১লা জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন :
অঙ্গনওয়াড়ি সহায়িকা৬৩০০/- টাকা
অঙ্গনওয়াড়ি কর্মী৮২৫০/- টাকা
নিয়োগ পদ্ধতি :

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদন পদ্ধতি :

আবেদনকারিণীদের http://64.227.165.145/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা করতে হবে।

আবেদনের তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু২রা মার্চ ২০২৪
আবেদন প্রক্রিয়া শেষ২রা এপ্রিল ২০২৪

নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি উক্ত পোস্টে আলোচনা করা হয়েছে। এছাড়াও এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
ব্লক ভিত্তিক বিজ্ঞপ্তিক্লিক করুন
আবেদন করুনক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts