নোবেলজয়ী ভারতীয় তালিকা PDF | Nobel Prize Winners of India in Bengali
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে নোবেলজয়ী ভারতীয় তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতীয় নোবেল বিজয়ীদের নাম, সাল ও বিভাগ তালিকাকারে দেওয়া আছে। সুতরাং সময় অপচয় না করে তালিকাটি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।
নোবেলজয়ী ভারতীয়দের তালিকা
নোবেল জয়ী | সাল | বিভাগ |
---|---|---|
রবীন্দ্রনাথ ঠাকুর | ১৯১৩ | সাহিত্য |
সি.ভি. রমন | ১৯৩০ | পদার্থবিদ্যা |
হর গোবিন্দ খোরানা | ১৯৬৮ | মেডিসিন |
মাদার তেরেসা | ১৯৭৯ | শান্তি |
সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর | ১৯৮৩ | পদার্থবিদ্যা |
অমর্ত্য সেন | ১৯৯৮ | অর্থনীতি |
ভেঙ্কটরমন রামকৃষ্ণান | ২০০৯ | রসায়ন |
কৈলাশ সত্যার্থী | ২০১৪ | শান্তি |
অভিজিৎ ব্যানার্জী | ২০১৯ | অর্থনীতি |
নোবেলজয়ী ভারতীয় তালিকা PDF
File Details :
File Name : Nobel Prize Winners of India
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.3 MB
Important Questions :
নোবেল পুরস্কার এই টপিকটি থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেসকল প্রশ্নগুলি বারবার আসতে দেখা যায়, সেগুলি নীচে দেওয়া হল –
■ ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক কে ?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর।
■ কোন ভারতীয় মহিলা প্রথম নোবেল পুরস্কার পান ?
Ans: মাদার তেরেসা।
■ কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান ?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর।
■ অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় কে ?
Ans: অমর্ত্য সেন।
■ নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয় ?
Ans: শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় অসলো, নরওয়ে থেকে এবং বাকি ক্ষেত্রে স্টকহোম, সুইডেনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।
■ নোবেল পুরস্কার কবে থেকে চালু হয় ?
Ans: ১৯০১ সাল।
■ অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া কবে শুরু হয় ?
Ans: ১৯৬৯ সাল।
■ কোন ভারতীয় বিজ্ঞানী প্রথম নোবেল পুরস্কার পান ?
Ans: স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন।
■ মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় ?
Ans: ছয়টি।
Very Impressive File