Sunday, December 22, 2024
Homeপুরস্কারনোবেলজয়ী ভারতীয় তালিকা PDF | Nobel Prize Winners of India

নোবেলজয়ী ভারতীয় তালিকা PDF | Nobel Prize Winners of India

ভারতীয় নোবেল বিজয়ীদের তালিকা PDF

নোবেলজয়ী ভারতীয় তালিকা PDF | Nobel Prize Winners of India in Bengali

নোবেলজয়ী ভারতীয় তালিকা PDF
নোবেলজয়ী ভারতীয় তালিকা PDF

সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে নোবেলজয়ী ভারতীয় তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতীয় নোবেল বিজয়ীদের নাম, সাল ও বিভাগ তালিকাকারে দেওয়া আছে। সুতরাং সময় অপচয় না করে তালিকাটি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

নোবেলজয়ী ভারতীয়দের তালিকা
নোবেল জয়ীসালবিভাগ
রবীন্দ্রনাথ ঠাকুর১৯১৩সাহিত্য
সি.ভি. রমন১৯৩০পদার্থবিদ্যা
হর গোবিন্দ খোরানা১৯৬৮মেডিসিন
মাদার তেরেসা১৯৭৯শান্তি
সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর১৯৮৩পদার্থবিদ্যা
অমর্ত্য সেন১৯৯৮অর্থনীতি
ভেঙ্কটরমন রামকৃষ্ণান২০০৯রসায়ন
কৈলাশ সত্যার্থী২০১৪শান্তি
অভিজিৎ ব্যানার্জী২০১৯অর্থনীতি
নোবেলজয়ী ভারতীয় তালিকা PDF

File Details :


File Name : Nobel Prize Winners of India
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.3 MB

Important Questions :

নোবেল পুরস্কার এই টপিকটি থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেসকল প্রশ্নগুলি বারবার আসতে দেখা যায়, সেগুলি নীচে দেওয়া হল –

ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক কে ?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর।

কোন ভারতীয় মহিলা প্রথম নোবেল পুরস্কার পান ?
Ans: মাদার তেরেসা।

কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান ?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর।

অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় কে ?
Ans: অমর্ত্য সেন।

নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয় ?
Ans: শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় অসলো, নরওয়ে থেকে এবং বাকি ক্ষেত্রে স্টকহোম, সুইডেনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।

নোবেল পুরস্কার কবে থেকে চালু হয় ?
Ans: ১৯০১ সাল।

অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া কবে শুরু হয় ?
Ans: ১৯৬৯ সাল।

কোন ভারতীয় বিজ্ঞানী প্রথম নোবেল পুরস্কার পান ?
Ans: স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন।

মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় ?
Ans: ছয়টি।

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts