Monday, September 9, 2024
Homeস্কলারশিপনবান্ন স্কলারশিপ 2023 - যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্ট, আবেদন পদ্ধতি

নবান্ন স্কলারশিপ 2023 – যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্ট, আবেদন পদ্ধতি

নবান্ন স্কলারশিপ 2023 - যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্ট, আবেদন পদ্ধতি

নবান্ন স্কলারশিপ 2023 | Nabanna Scholarship 2023 Full Details in Bengali

নবান্ন স্কলারশিপ 2023
নবান্ন স্কলারশিপ 2023

আজকের পোস্টে নবান্ন স্কলারশিপ ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। যেটির মধ্যে নবান্ন স্কলারশিপে আবেদনের যোগ্যতা, আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগে, কীভাবে আবেদন করতে হয়, অ্যাপ্লিকেশন ফর্ম কোন ঠিকানায় জমা দিতে হয় ইত্যাদি সমস্ত কিছু সুন্দর করে দেওয়া আছে।

স্কলারশিপের নাম :

নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ।

নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ :

পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল এর তরফ থেকে প্রতিবছর দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে এই স্কলারশিপ নবান্ন স্কলারশিপ এবং উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে এই স্কলারশিপ উত্তরকন্যা স্কলারশিপ নামে পরিচিত।

স্কলারশিপের টাকার পরিমাণ :

বাৎসরিক ১০,০০০ টাকা (বি.দ্র. – কোর্সের উপর নির্ভরশীল)।

আবেদনের যোগ্যতা :
  • ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • পশ্চিমবঙ্গের কোনো বোর্ড, কাউন্সিল বা ইউনিভার্সিটি থেকে পাশ করে পশ্চিমবঙ্গেরই কোনো বোর্ড, কাউন্সিল বা ইউনিভার্সিটির আন্ডারে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছে এমন ছাত্রছাত্রীরাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে।
  • যারা মাধ্যমিকে ৫০ শতাংশের উপর এবং ৬০ শতাংশের নীচে; উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশের উপর এবং ৬০ শতাংশের নীচে এবং গ্র্যাজুয়েশনে ৫০ শতাংশের উপর এবং ৫৩ শতাংশের নীচে নম্বর পেয়েছে, তারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
  • সেসকল ছাত্রছাত্রীরা বিকাশ ভবন বা অন্য কোন সরকারী স্কলারশিপ পাচ্ছে, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। 
  • বাৎসরিক পারিবারিক আয় ১,২০,০০০ টাকার কম হতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট :
  • স্কলারশিপের আবেদনপত্র,
  • শেষ পরীক্ষার মার্কশিট,
  • বর্তমান কোর্সে ভর্তির রশিদ,
  • এন্ট্রান্স পরীক্ষায় দেওয়া রাঙ্ক কার্ড,
  • A ক্যাটাগরির সরকারী অফিসারদের (DM/SDO/BDO/Joint BDO/ Executive Officer in Municipality/ Deputy Commissioner of Corporation) কাছ থেকে প্রাপ্ত বাৎসরিক আয়ের সার্টিফিকেট,
  • এলাকার MP/MLA এর রেকমেন্ডেশন লেটার,
  • সেল্ফ ডিক্লারেশন,
  • ব্যাঙ্কের পাশবুকের প্রথম পাতার জেরক্স,
  • কন্টাক্ট ডিটেলস সঙ্গে নিজের মোবাইল নম্বর
আবেদন পদ্ধতি :

এই স্কলারশিপ পদ্ধতিটি সম্পূর্ণ অফলাইন একটি পদ্ধতি। আবেদনপত্র ও প্রয়োজনীয় ডকুমেন্টগুলি দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীদের নবান্নের অফিসে এবং উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের উত্তরকন্যার যে অফিস আছে, সেখানে পোস্টের মাধ্যমে বা নিজে গিয়ে জমা দিয়ে আসতে হয়।

নবান্ন স্কলারশিপ জমা দেওয়ার ঠিকানা :

Nabanna,
14th Floor,
325, Sarat Chatterjee Road,
Shibpur,
Howrah – 711102

উত্তরকন্যা স্কলারশিপ জমা দেওয়ার ঠিকানা :

Uttarkanya,
P.O. – Satellite Township,
Fulbari,
Jalpaiguri – 734015

নবান্ন স্কলারশিপ হেল্পলাইন নম্বর :

(033)2214 1902 & (033) 2253 5278

আবেদনের শুরু ও শেষ তারিখ :

এই স্কলারশিপের আবেদনের কোনো নির্দিষ্ট তারিখ নেই, বর্তমান কোর্সে ভর্তির পরেই সাধারণত এই স্কলারশিপের জন্য আবেদন করতে হয়।

নবান্ন স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্মDownload
উত্তরকন্যা স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্মDownload
MLA রেকমেন্ডেশন ফর্মDownload
সেল্ফ ডিক্লারেশন ফর্মDownload
অফিশিয়াল ওয়েবসাইটVisit Now
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts