বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষা তালিকা PDF | বিভিন্ন মেডিকেল টেস্টের নাম
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের জীবন বিজ্ঞানের একটি উল্লেখযোগ্য টপিক হিসাবে বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষা তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে কোন রোগের জন্য কোন টেষ্ট করা হয় তা তালিকাকারে দেওয়া আছে। এটির মাধ্যমে আপনারা কোন রোগ নির্ণয়ে কোন টেস্ট বা পরীক্ষা করা হয় সেই সম্পর্কে স্বচ্ছ ধারণা গঠন করতে পারবেন।
বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টপিকটি থেকে এইডস রোগ নির্ণয়ের জন্য কোন পরীক্ষা করা হয় ? প্লেগ রোগ নির্ণয়ের জন্য কোন টেস্ট করা হয় ? RTPCR টেস্ট কোন রোগ নির্ণয়ের জন্য করা হয় ? ইত্যাদি প্রশ্ন এসে থাকে। সুতরাং তালিকাটি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।
বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষা
রোগ | পরীক্ষা |
---|---|
কোভিড ১৯ | RTPCR টেস্ট |
ম্যালেরিয়া | RDTs |
ক্যান্সার | বায়োপসি |
এইডস | এলিসা টেস্ট |
জন্ডিস | বিলিরুবিন টেস্ট |
পোলিও | জেনোনিক সিকয়েন্সিং |
টাইফয়েড | টাইফিডট |
ডেঙ্গু | NS1 টেস্ট |
ডায়াবেটিস | A1C Test |
থ্যালাসেমিয়া | হিমোগ্লোবিন টেস্ট |
যক্ষ্মা | ম্যানটক্স টেস্ট |
কুষ্ঠ | স্কিন বায়োপসি, লেপ্রমিন টেস্ট |
ব্রুসেলোসিস | কুম্বস টেস্ট |
ডিপথেরিয়া | সিক টেস্ট, এলেক্স টেস্ট |
দৃষ্টি শক্তি | স্নেল্লেন টেস্ট |
অ্যাজমা | স্পাইরোমেট্রি |
কলেরা | কচের টেস্ট |
নিউমোনিয়া | হেমাগ্লুটিনেশন টেস্ট |
প্লেগ | ওয়েসন স্টেন টেস্ট |
সিফিলিস | হিনটনের পরীক্ষা |
বাত | রোজ ওয়াটার টেস্ট |
ময়নাতদন্ত | ভিসেরা পরীক্ষা |
কিডনি সংক্রান্ত রোগ | GFR টেস্ট |
গুটি বসন্ত | Ouchterlony |
থাইরয়েড | TSH টেস্ট |
বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষা PDF
File Details :
File Name : বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষা
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.4 MB