May Last Week 2024 Current Affairs Quiz in Bengali
আজ আপনাদের জন্য রইলো মে শেষ সপ্তাহ ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ। যার মাধ্যমে আপনারা সাম্প্রতিককালের ঘটনা সম্পর্কে কতটা অবগত তা নিজেরাই যাচাই করে নিতে পারবেন এবং পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। নীচে দেওয়া কুইজ স্টার্ট বাটনে ক্লিক করে কুইজটিতে অংশ নিন।
May 2024 Last Week CA Quiz
কুইজ
মে শেষ সপ্তাহ ২০২৪
প্রশ্ন সংখ্যা
২৮টি
সময়
৫ মিনিট
QUIZ START
Results
#1. কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন Gitanas Nauseda?
#2. সম্প্রতি গুটকা এবং পান মশালা ব্যান করলো কোন রাজ্য?
#3. 2023-24 সালে ট্রান্সমিশন লাইন যোগে শীর্ষে রয়েছে কে?
#4. কোন রাজ্যের জঙ্গলে সবথেকে বেশি আগুন লাগার ঘটনা ঘটেছে?
#5. ‘2023 United Nations Military Gender Advocate of the Year Award’ পাচ্ছেন কে?
#6. ভারতের RuPay সার্ভিস নিজের দেশে লঞ্চ করবে কে?
#7. প্রথমবার চাইনিজ সারস পাখির দেখা মিলল কোথায়
#8. ৪২% বৃদ্ধি সহ ভারতের চতুর্থ বৃহত্তম রপ্তানি পণ্য কী?
#9. National Defence Academy-এর কমান্ড্যান্ট হিসাবে নিযুক্ত হলেন কে?
#10. আন্তর্জাতিক T20 ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার হলেন কে?
#11. সরকারী চুক্তির চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ বাধ্যতামূলক করলো কোন রাজ্য?
#12. বিশ্বের প্রথম ১০০% বায়োডিগ্রেডেবল পেন লঞ্চ করলো কোন দেশ?
#13. সাম্প্রতিক ঘূর্ণিঝড় “রেমাল”-এর নামকরণ করেছে কোন দেশ?
#14. 10th World Water Forum চালু হলো কোথায়?
#15. মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের কনিষ্ঠতম পর্বতারোহী হলেন কে?
#16. ‘Let’s Move India’ ক্যাম্পেইন লঞ্চ করলো কোন সংস্থা?
#17. 2024 Tata IPL শিরোপা জিতলো কোন টিম?
#18. AFC Women’s Asian Cup 2029 হোস্ট করবে কোন দেশ?
#19. বিশ্ব কচ্ছপ দিবস পালন করা হয় কবে?
#20. WEF Travel & Tourism Development Index 2024-এ ভারতের স্থান কত?
#21. দূর্যোগ ব্যবস্থাপনার জন্য “DRIMS” প্ল্যাটফর্ম লঞ্চ করলো কে?
#22. Artificial Intelligence (AI) Global Forum আয়োজিত হলো কোন দেশে?