May 2023 1st Week Current Affairs Quiz in Bengali
আজ আপনাদের জন্য রইলো মে ২০২৩ প্রথম সপ্তাহ কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ। যার মাধ্যমে আপনারা সাম্প্রতিককালের ঘটনা সম্পর্কে কতটা অবগত তা নিজেরাই যাচাই করে নিতে পারবেন এবং পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। নীচে দেওয়া কুইজ স্টার্ট বাটনে ক্লিক করে কুইজটিতে অংশ নিন।
May 2023 1st Week CA Quiz
কুইজ | মে ২০২৩ প্রথম সপ্তাহ |
প্রশ্ন সংখ্যা | ২৬টি |
সময় | ৫ মিনিট |
QUIZ START
#1. World Athletics Day পালন করা হয় কবে?
#2. Accenture India-এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
#3. "Adarsh Colony" ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন রাজ্য সরকার?
#4. Basketball Federation of India (BFI)-এর অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে নিযুক্ত হলেন কে?
#5. Coal India-র নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
#6. প্রথম Global Chess League হোস্ট করবে কে?
#7. ‘Machines Can See 2023’ Summit লঞ্চ করলো কোন দেশ?
#8. Wakefit কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?
#9. কোন সংস্থার পরবর্তী প্রেসিডেন্ট পদে নিযুক্ত হচ্ছেন অজয় বাঙ্গা?
#10. সম্প্রতি প্রয়াত রণজিৎ গুহ কে ছিলেন?
#11. International Firefighter’s Day পালন করা হয় কবে?
#12. দক্ষিণ এশিয়ায় সবথেকে বেশি মুদ্রাস্ফীতির হার দেখা গেল কোন দেশে?
#13. "Man of the Century" হিসাবে সম্মানিত হলেন কোন সমাজবিদ?
#14. ACC Men’s Premier Cup জিতলো কোন দেশ?
#15. কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে?
#16. World Press Freedom Day পালন করা হয় কবে?
#17. Science 20 Engagement Group meeting শুরু হলো কোথায়?
#18. 2023 World Press Freedom Index-এ ভারতের স্থান কত?
#19. Atomic Energy Commission-এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে
#20. ইউরোপের বৃহত্তম শোধিত জ্বালানি সরবরাহকারী হলো কে?
#21. "Reflections" শিরোনামে বই লিখলেন কে?
#22. কোন সালে ভারতের ভ্যাকসিন মার্কেটের মূল্য হবে ২৫, ২০০ কোটি টাকা?
#23. আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় কবে?
#24. চাঁদ থেকে আনা মাটি থেকে অক্সিজেন নিঃসৃত করলো কে?
#25. ভারতে কয়টি নতুন মেডিকেল কলেজ তৈরির অনুমোদন দিল কেন্দ্র?
#26. সম্প্রতি প্রয়াত ড. এন. গোপালকৃষ্ণন কে ছিলেন?
Finish
Nice