গণিত শিক্ষণ বিদ্যা MCQ | Mathematics Pedagogy MCQ in Bengali for Primary TET | Part-02
সুপ্রিয় বন্ধুরা,
প্রাইমারি টেট পরীক্ষায় গণিত শিক্ষণ বিদ্যা টপিকটি থেকে ১৫টি প্রশ্ন থাকবে বলে অফিশিয়ালই ঘোষণা করা হয়েছে। আর তাই আজ আপনাদের গণিত শিক্ষণ বিদ্যা MCQ PDF টি প্রদান করলাম। যেটিতে গণিত পেডাগজি তথা গণিত শিক্ষণ বিদ্যা থেকে গুরুত্বপূর্ণ ২০টি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। সুতরাং প্রশ্নোত্তরগুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।
গণিত শিক্ষণ বিদ্যা MCQ
■ গাণিতিক বিশ্লেষণ পদ্ধতির উদ্ভাবন করেন কে ?
ক. টেলর
খ. নিউটন
গ. লুই কোশি
ঘ. লাইবনিৎস
■ মনঃসঞ্চালনমূলক ক্ষেত্রের স্তর সংখ্যা কটি ?
ক. ৫টি
খ. ৬টি
গ. ৭টি
ঘ. ৮টি
■ গণিতের প্রকৃতি হল-
ক. গাণিতিক জ্ঞান পরিমাণধর্মী
খ. গাণিতিক পদ্ধতিগুলি বিচারমূলক
গ. গাণিতিক প্রক্রিয়া সর্বদাই যুক্তিধর্মী
ঘ. উপরের সবগুলিই
■ গণিতের প্রধান লক্ষ্য হল-
ক. সামাজিক লক্ষ্য
খ. ব্যবহারিক লক্ষ্য
গ. বিনোদনমূলক লক্ষ্য
ঘ. সবকটিই
■ গণিতের প্রয়োগমূলক উদ্দেশ্যটি হল-
ক. সংজ্ঞা স্মরণ করা
খ. গণিতের প্রকৃতিগুলিকে ব্যাখ্যা করা
গ. গাণিতিক সমস্যাকে সমাধান করা
ঘ. গাণিতিক চিত্র অঙ্কন করা
■ বিভিন্ন ধরনের শিক্ষণ প্রদীপণ তৈরি করা কোন উদ্দেশ্যের অন্তর্গত ?
ক. বোধমূলক
খ. জ্ঞানমূলক
গ. প্রয়োগমূলক
ঘ. দক্ষতামূলক
■ শূন্য কি ধরনের সংখ্যা ?
ক. মূলদ সংখ্যা
খ. অমূলদ সংখ্যা
গ. স্বাভাবিক সংখ্যা
ঘ. সবগুলিই
■ আবৃত্ত দশমিককে সবসময় কীসে পরিণত করা যায় ?
ক. ভগ্নাংশে
খ. পূর্ণসংখ্যায়
গ. স্বাভাবিক সংখ্যায়
ঘ. কোনটিই নয়
■ শূন্যসহ সকল ধনাত্মক সংখ্যাকে কি বলা হয় ?
ক. ধনাত্মক সংখ্যা
খ. মূলদ সংখ্যা
গ. অমূলদ সংখ্যা
ঘ. অখণ্ড সংখ্যা
■ দুই বা ততোধিক রাশির মৌলিক সাধারণ গুণনীয়কের গুণফলকে কি বলে ?
ক. গসাগু
খ. লসাগু
গ. গুণনীয়ক
ঘ. গুণিতক
■ গসাগু হল দুই বা ততোধিক রাশির মৌলিক সাধারণ গুণনীয়কের-
ক. যোগফল
খ. বিয়োগফল
গ. গুণফল
ঘ. কোনটিই নয়
■ নীচের কোনটি লব্ধ একক নয় ?
ক. দৈর্ঘ্য
খ. ঘনত্ব
গ. ত্বরণ
ঘ. ক্ষেত্রফল
■ কোনো বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের-
ক. অর্ধেক
খ. দ্বিগুণ
গ. চারগুণ
ঘ. সমান
■ কোনো খবরের কাগজ থেকে প্রাপ্ত তথ্য কি ধরনের তথ্য ?
ক. প্রাথমিক তথ্য
খ. গৌণ তথ্য
গ. গুণগত তথ্য
ঘ. পরিমাণগত তথ্য
■ পরিসংখ্যানে ব্যবহৃত ধাপসমূহের সংখ্যা-
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
■ বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণের পরিমাণ কত ?
ক. ০ ডিগ্রী
খ. ৯০ ডিগ্রী
গ. ১৮০ ডিগ্রী
ঘ. ৩৬০ ডিগ্রী
■ নীচের কোনটি অঙ্কনে সবচেয়ে কম সময় লাগে ?
ক. আয়তলেখ
খ. পরিসংখ্যা বহুভুজ
গ. ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র
ঘ. ওজাইভ
■ পরিসরকে যতগুলি শ্রেণিতে ভাগ করা যায় তার সংখ্যাকে কি বলে ?
ক. শ্রেণিব্যবধান
খ. শ্রেণি পরিসংখ্যা
গ. শ্রেণিসীমা
ঘ. শ্রেণিসংখ্যা
■ কোনো তথ্যরাশিকে সারণিভুক্ত করার প্রথম শর্ত হল-
ক. শ্রেণিসংখ্যা নির্ণয় করা
খ. শ্রেণিব্যবধান নির্ণয় করা
গ. পরিসর নির্ণয় করা
ঘ. পরিসংখ্যা নির্ণয় করা
■ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নীচের কোনটির দ্বারা করা হয়ে থাকে ?
ক. মিন
খ. মিডিয়ান
গ. মোড
ঘ. সবগুলিই
গণিত শিক্ষণ বিদ্যা MCQ PDF
File Details :
File Name : Math Pedagogy MCQ 02
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.5 MB
Very helpful, Thank you…
Very useful 👍🙂
Thanks
Tet
Tet exam preparation
Thanks