Wednesday, January 22, 2025
Homeচাকরির খবরমালদা অঙ্গনওয়াড়ি নিয়োগ 2024 | Malda Anganwadi Recruitment 2024

মালদা অঙ্গনওয়াড়ি নিয়োগ 2024 | Malda Anganwadi Recruitment 2024

মালদা জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ

মালদা অঙ্গনওয়াড়ি নিয়োগ 2024 | Malda Anganwadi Recruitment 2024

মালদা অঙ্গনওয়াড়ি নিয়োগ 2024 | Malda Anganwadi Recruitment 2024
মালদা অঙ্গনওয়াড়ি নিয়োগ 2024 | Malda Anganwadi Recruitment 2024

পশ্চিমবঙ্গের মালদা জেলার অন্তর্গত বিভিন্ন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতিমূলক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

রিক্রুটমেন্ট বোর্ডমালদা সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্প
পদের নামঅঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা
শুন্যপদ১৪৮০টি
আবেদন মাধ্যমঅনলাইন
অফিশিয়াল ওয়েবসাইটmaldaicdsrecruitment.in
পদের নাম :

অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা।

শুন্যপদ :

অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে মোট ১৪৮০টি শুন্যপদে নিয়োগ করা হবে।

ব্লক ভিত্তিক ও পদ অনুযায়ী শুন্যপদ :
ব্লকসহায়িকাকর্মীসহায়িকা থেকে কর্মী
ওল্ড মালদা ২৪টি৫টি২১টি
মানিকচক২৪টি৬টি৩২টি
কালিয়াচক-৩২০টি৪টি২০টি
হরিশচন্দ্রপুর-২১৬টি৬টি১৯টি
কালিয়াচক-২২৩টি২৬টি১২টি
হরিশচন্দ্রপুর-১৪৩টি১৫টি৪৫টি
চাঁচল-১২৬টি৯টি২৫টি
কালিয়াচক-১১১৫টি২০টি৬২টি
হাবিবপুর৫৪টি২০টি৬৯টি
রতুয়া-২৪টি২টি৮টি
গাজোল৫৮টি১৬টি৭৯টি
রতুয়া-১৮৫টি১৩টি৩৯টি
ইংলিশ বাজার১৩৬টি১২টি৪৬টি
ইংলিশ বাজার ও ওল্ড মালদা (আরবান) ৯টি৩টি৮টি
চাঁচল-২৩০টি১০টি২৫টি
বামনগোলা১০৬টি৫টি২৫টি
মোট৭৭৩টি১৭২টি৫৩৫টি
শিক্ষাগত যোগ্যতা :
অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মীমাধ্যমিক পাশ
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাউচ্চ মাধ্যমিক
বয়সসীমা :
সহায়িকা থেকে কর্মী৬৫ বছর পর্যন্ত
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা১৮-৩৫ বছর
মাসিক বেতন :
অঙ্গনওয়াড়ি সহায়িকা৬৩০০/- টাকা
অঙ্গনওয়াড়ি কর্মী৮২৫০/- টাকা
আবেদন পদ্ধতি :

আবেদনকারিণীদের maldaicdsrecruitment.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা করতে হবে।

আবেদনের তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু১লা মার্চ ২০২৪
আবেদন প্রক্রিয়া শেষ৩১শে মার্চ ২০২৪

নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি উক্ত পোস্টে আলোচনা করা হয়েছে। এছাড়াও এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
ব্লক ভিত্তিক বিজ্ঞপ্তিক্লিক করুন
আবেদন করুনক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts