Wednesday, January 22, 2025
Homeস্ট্যাটিক জিকেভারতের উপরাষ্ট্ৰপতিদের তালিকা PDF | List of Vice Presidents of India in...

ভারতের উপরাষ্ট্ৰপতিদের তালিকা PDF | List of Vice Presidents of India in Bengali PDF

ভারতের সমস্ত উপরাষ্ট্ৰপতিদের তালিকা PDF

ভারতের উপরাষ্ট্ৰপতি তালিকা PDF | List of Vice Presidents of India in Bengali PDF

ভারতের উপরাষ্ট্ৰপতিদের তালিকা PDF | List of Vice Presidents of India in Bengali PDF
ভারতের উপরাষ্ট্ৰপতিদের তালিকা PDF

সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের উপরাষ্ট্ৰপতি তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ১৯৫২ সাল থেকে বর্তমান সাল পর্যন্ত নিযুক্ত সমস্ত উপরাষ্ট্রপতি ও তাদের কার্যকাল তালিকাকারে দেওয়া আছে। এছাড়াও ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন, যোগ্যতা, কার্যকাল ও ক্ষমতা সম্পর্কে উল্লেখ করা আছে।

ভারতের উপরাষ্ট্রপতি সম্পর্কিত তথ্য

■ উপরাষ্ট্রপতি নির্বাচনঃ

সংবিধানের ৬৩ নং ধারা অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতি সংসদের উভয়কক্ষের সদস্যের দ্বারা ‘একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক’ প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হন।

■ যোগ্যতাঃ

ক. ভারতীয় নাগরিক হতে হবে।
খ. কমপক্ষে ৩৫ বছর বয়স হতে হবে।
গ. রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন হতে হবে।

■ কার্যকাল ও অপসারণঃ

উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ ৫ বছর তবে নির্ধারিত কার্যকাল শেষ হওয়ার আগে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন কিংবা তাঁকে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে পদচ্যুত করা যায়।

■ ক্ষমতা ও কার্যাবলীঃ

সংবিধান অনুযায়ী উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান। বস্তুত রাজ্যসভায় সভাপতিত্ব করাই হল উপরাষ্ট্রপতির প্রধান কাজ। এছাড়া রাষ্ট্রপতির মৃত্যু, পদচ্যুতি বা পদত্যাগ করলে উপরাষ্ট্রপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতি পদের কার্যভার গ্রহণ করতে পারেন।

সুতরাং দেরী না করে করে নীচে দেওয়া ভারতের সমস্ত উপরাষ্ট্রপতিদের তালিকাটি দেখে নিন এবং প্রয়োজনে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন। আর আমরা এই তালিকাটি প্রস্তুত করতে তথ্য সংগ্রহ করেছি ভারতের উপরাষ্ট্রপতি উইকিপিডিয়া থেকে।

ভারতের উপরাষ্ট্ৰপতিদের তালিকা

নংউপরাষ্ট্রপতিকার্যকাল শুরুকার্যকাল শেষ
সর্বপল্লী রাধাকৃষ্ণণ১৩ই মে ১৯৫২১২ই মে ১৯৬২
জাকির হুসেইন১৩ই মে ১৯৬২১২ই মে ১৯৬৭
বরাহগিরি ভেঙ্কট গিরি১৩ই মে ১৯৬৭৩রা মে ১৯৬৯
গোপাল স্বরূপ পাঠক৩১শে আগস্ট ১৯৬৯৩০শে আগস্ট ১৯৭৪
বসপ্পা ধনপ্পা জত্তী৩১শে আগস্ট ১৯৭৪৩০শে আগস্ট ১৯৭৯
মহম্মদ হিদায়তুল্লাহ৩১শে আগস্ট ১৯৭৯৩০শে আগস্ট ১৯৮৪
রামাস্বামী ভেঙ্কটরামন৩১শে আগস্ট ১৯৮৪২৪শে জুলাই ১৯৮৭
শঙ্কর দয়াল শর্মা৩রা সেপ্টেম্বর ১৯৮৭২৪শে জুলাই ১৯৯২
কে. আর. নারায়ণন২১শে আগস্ট ১৯৯২২৪শে জুলাই ১৯৯৭
১০কৃষ্ণ কান্ত২১শে আগস্ট ১৯৯৭২৭শে জুলাই ২০০২
১১ভৈরন সিংহ শেখাওয়াৎ১৯শে আগস্ট ২০০২২১শে জুলাই ২০০৭
১২মহম্মদ হামিদ আনসারি১১ই আগস্ট ২০০৭১০ই আগস্ট ২০১৭
১৩ভেঙ্কাইয়া নাইডু১১ই আগস্ট ২০১৭১০ই আগস্ট ২০২২
১৪জগদীপ ধনখড়১১ই আগস্ট ২০২২বর্তমান
ভারতের উপরাষ্ট্ৰপতি তালিকা 2022

PDF Download Section


PDF Name : List of Vice Presidents of India
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.3 MB

ভারতের উপরাষ্ট্ৰপতি সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি ?
উত্তরঃ জগদীপ ধনখড়।

প্রশ্নঃ ভেঙ্কাইয়া নাইডু কততম উপরাষ্ট্রপতি ?
উত্তরঃ ১৩তম।

প্রশ্নঃ জগদীপ ধনখড় ভারতের কততম উপরাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হলেন ?
উত্তরঃ ১৪তম।

প্রশ্নঃ উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি ?
উত্তরঃ রাজ্যসভায় সভাপতিত্ব করা।

প্রশ্নঃ ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি ?
উত্তরঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ।

প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতি কে কারা নির্বাচন করেন ?
উত্তরঃ উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা।

প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে কোথায় সভাপতিত্ব করেন ?
উত্তরঃ রাজ্যসভায়।

প্রশ্নঃ উপরাষ্ট্রপতি হওয়ার নূন্যতম বয়স কত ?
উত্তরঃ ৩৫ বছর।

প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন ?
উত্তরঃ ইমপিচমেন্ট পদ্ধতিতে।

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts