Tuesday, January 21, 2025
Homeস্ট্যাটিক জিকেভারতের বিভিন্ন কৃষি বিপ্লব তালিকা PDF | List of Agricultural Revolutions in...

ভারতের বিভিন্ন কৃষি বিপ্লব তালিকা PDF | List of Agricultural Revolutions in India

বিভিন্ন প্রকার কৃষি বিপ্লব

ভারতের বিভিন্ন কৃষি বিপ্লব তালিকা PDF | List of Agricultural Revolutions in India

ভারতের বিভিন্ন কৃষি বিপ্লব তালিকা PDF
ভারতের বিভিন্ন কৃষি বিপ্লব তালিকা PDF

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের ভারতের বিভিন্ন কৃষি বিপ্লব তালিকা PDF টি প্রদান করলাম। যেটিতে কোন বিপ্লব কীসের সঙ্গে সম্পর্কিত এবং বিভিন্ন কৃষি বিপ্লবের জনকের একটি সুন্দর তালিকা দেওয়া আছে। বিভিন্ন চাকরির পরীক্ষায় ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় ? শ্বেত বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ? কালো বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ? ইত্যাদি। সুতরাং তালিকাটি দেখে নিন এবং প্রয়োজনে তালিকাটির পিডিএফটি সংগ্রহ করে নিন।

ভারতের বিভিন্ন কৃষি বিপ্লব
বিপ্লবসম্পর্কিতজনক
শ্বেত বিপ্লবদুগ্ধ উৎপাদন বৃদ্ধিভার্গিস কুরিয়েন
হলুদ বিপ্লবতৈলবীজের উৎপাদন বৃদ্ধিশ্যাম পিট্রোডা
নীল বিপ্লবমৎস্য উৎপাদন বৃদ্ধিড. অরুণ কৃষ্ণাণ
রুপালী বিপ্লবডিমের উৎপাদন বৃদ্ধিইন্দিরা গান্ধী
লাল বিপ্লবমাংস ও টম্যাটোর উৎপাদন বৃদ্ধিবিশাল তিওয়ারি
সবুজ বিপ্লবদানাশস্য উৎপাদন বৃদ্ধিএম. এস. স্বামীনাথন
স্বর্ণালি বিপ্লবফল, মধু ও উদ্যান পালননিরপেখ টুটেজ
গোলাপি বিপ্লবফার্মাসিউটিক্যালস, চিংড়ি ও পেঁয়াজের উৎপাদন বৃদ্ধিদুর্গেশ প্যাটেল
সোনালি তন্তু বিপ্লবপাটের উৎপাদন বৃদ্ধি***
কালো বিপ্লবপেট্রোলিয়ামের উৎপাদন বৃদ্ধি***
গোল বিপ্লবআলুর উৎপাদন বৃদ্ধি***
ধূসর বিপ্লবসারের উৎপাদন বৃদ্ধি***
রুপালী তন্তু বিপ্লবতুলার উৎপাদন বৃদ্ধি***
চিরহরিৎ বিপ্লবকৃষির উৎপাদন বৃদ্ধি***
বাদামী বিপ্লবচামড়া, কোকো ও অপ্রচলিত শক্তির উৎপাদন বৃদ্ধি***
ভারতের বিভিন্ন কৃষি বিপ্লব তালিকা PDF

File Details :


File Name : List of Agricultural Revolutions in India
Language : Bengali
No. of Pages : 01
Size : 0.2 MB

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts