Thursday, December 26, 2024
Homeচাকরির খবরLIC দপ্তরে কর্মী নিয়োগ 2022 | এলআইসি নিয়োগ ২০২২

LIC দপ্তরে কর্মী নিয়োগ 2022 | এলআইসি নিয়োগ ২০২২

LIC তে অ্যাসিস্ট্যান্ট ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ

LIC দপ্তরে অ্যাসিস্ট্যান্ট ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ 2022 | LIC HFL Recruitment 2022

LIC দপ্তরে কর্মী নিয়োগ 2022 | এলআইসি নিয়োগ ২০২২
LIC দপ্তরে কর্মী নিয়োগ 2022 | এলআইসি নিয়োগ ২০২২

সুপ্রিয় বন্ধুরা,
এলআইসি হাউজিং ফিন্যান্স লিমিটেডের তরফ থেকে এলআইসি দপ্তরে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নিম্নে নিয়োগের শুন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে আলোচনা করা হল।

পদের নাম

  1. অ্যাসিস্ট্যান্ট
  2. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অন্যান্য)
  3. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (DME)

শুন্যপদ

মোট শুন্যপদ 80টি। অ্যাসিস্ট্যান্ট পদে 50টি এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে 30টি।

01. অ্যাসিস্ট্যান্ট

শিক্ষাগত যোগ্যতা

অন্ততপক্ষে 55 শতাংশ নম্বরসহ গ্র্যাজুয়েশন পাস করতে হবে।

বয়সসীমা

21 থেকে 28 বছর বয়স হতে হবে।

বেতন

মাসিক বেতন 33,960 টাকা।

02. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অন্যান্য)

শিক্ষাগত যোগ্যতা

অন্ততপক্ষে 60 শতাংশ নম্বরসহ গ্র্যাজুয়েশন পাস করতে হবে।

বয়সসীমা

21 থেকে 28 বছর বয়স হতে হবে।

বেতন

মাসিক বেতন 80,110 টাকা।

03. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (DME)

শিক্ষাগত যোগ্যতা
  • অন্ততপক্ষে 50 শতাংশ নম্বরসহ গ্র্যাজুয়েশন পাস করতে হবে।
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা

21 থেকে 40 বছর বয়স হতে হবে।

বেতন

মাসিক বেতন 80,110 টাকা।

নির্বাচন পদ্ধতি

  • অনলাইন পরীক্ষা
  • ইন্টারভিউ

আবেদন পদ্ধতি

অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন মূল্য

800 টাকা।

প্রয়োজনীয় ডকুমেন্টস

  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • বয়সের প্রমাণপত্র
  • বাসস্থানের প্রমাণপত্র
  • পরিচয়পত্র
  • কাস্ট সার্টিফিকেট
  • কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র

গুরুত্বপূর্ণ তারিখ

রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু04.08.2022
রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ25.08.2022
অ্যাডমিট কার্ডপরীক্ষার 7 থেকে 14 দিন আগে
পরীক্ষার তারিখSep-Oct 2022

সমস্ত কিছু সম্বন্ধে আরো বিস্তারিতভাবে জানার জন্য নীচ থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল নোটিফিকেশনDownload
আবেদন করুনClick Here
অফিশিয়াল ওয়েবসাইটVisit Now
টেলিগ্রাম চ্যানেলJoin Now
RELATED ARTICLES

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts