Wednesday, January 22, 2025
Homeচাকরির খবরকলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি 2023

কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি 2023

কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট নিয়োগ 2023

কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Kolkata Police SI Recruitment 2023 Notification

কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি 2023
কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি 2023

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুন্যপদ, যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে আলোচনা করা হলো।

রিক্রুটমেন্ট বোর্ডপশ্চিমবঙ্গ পুলিশ
পদের নামসাব ইন্সপেক্টর ও সার্জেন্ট
শুন্যপদ৩০৯টি
আবেদন মাধ্যমঅনলাইন
অফিশিয়াল ওয়েবসাইটprb.wb.gov.in
পদের নাম :

কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট।

শুন্যপদ :
পদের নামশুন্যপদ
পুরুষ সাব-ইন্সপেক্টর (UB)২১২টি
মহিলা সাব-ইন্সপেক্টর (UB)২৭টি
পুরুষ সাব-ইন্সপেক্টর (AB)৩৪টি
সার্জেন্ট৩৬টি
মোট৩০৯টি

*** UB- Unarmed Branch, AB- Armed Branch

প্রথমে কলকাতা পুলিশ সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট নিয়োগ ২০২৩ এর যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তাতে শুন্যপদ ছিল ১৬৯টি। পরবর্তীতে অর্থাৎ ২৮শে আগস্ট বোর্ডের তরফে একটি শর্ট নোটিশের মাধ্যমে জানানো হয় শুন্যপদ বাড়ানো হবে। ২৯শে আগস্ট নতুন করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে শুন্যপদের সংখ্যা ১৬৯ থেকে বাড়িয়ে ৩০৯টি করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা :

যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে এবং ভালোভাবে বাংলা ভাষা লিখতে ও পড়তে জানতে হবে।

বয়সসীমা :

১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ২০ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ বয়সে সরকারী নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

মাসিক বেতন :

৩২,১০০/- টাকা থেকে ৮২,৯০০/- টাকা পর্যন্ত।

আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি :

প্রিলিমিনারি পরীক্ষা, শারীরিক পরিমাপ ও শারীরিক দক্ষতা পরীক্ষা, মেন পরীক্ষা ও পার্সোনালিটি টেস্ট এই চারটি পর্যায়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদন মূল্য :
প্রার্থীমূল্য
এসসি প্রার্থী২০/- টাকা
এসটি প্রার্থী২০/- টাকা
অন্যান্য প্রার্থী২৭০/- টাকা
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু১লা সেপ্টেম্বর ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ২১শে সেপ্টেম্বর ২০২৩

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইটভিজিট করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts