কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর | Kolkata Police GK Question Answer | Part-05
আজ আপনাদের কলকাতা পুলিশ পরীক্ষার উপযোগী কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর প্রদান করলাম। আমরা আশা রাখছি প্রশ্ন উত্তর গুলি আপনাদের আগত বিভিন্ন কলকাতা পুলিশের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং প্রশ্নগুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।
Kolkata Police GK Question Answer 05
প্রশ্ন: কৌলিন্য প্রথা কে প্রচলন করেন ?
উত্তরঃ বল্লাল সেন ।
প্রশ্ন: একাধিক হৃৎপিণ্ড দেখা যায় কোন প্রাণীর দেহে ?
উত্তরঃ কেঁচো।
প্রশ্ন: পৃথিবীর একদিন চাঁদের কত দিনের সমান ?
উত্তরঃ ১৪ দিনের সমান।
প্রশ্ন: প্রথম সবাক চিত্র কোনটি ?
উত্তরঃ আলম আরা।
প্রশ্ন: ভারতের বৃহত্তম তৈল শোধনাগার এর নাম কি ?
উত্তরঃ জামনগর।
প্রশ্ন: কোন শহরকে ভারতের প্যারিস বলা হয় ?
উত্তরঃ জয়পুর।
প্রশ্ন: ভারতের সব থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় কি থেকে ?
উত্তরঃ কয়লা।
প্রশ্ন: যানবাহনে কোন দর্পণ ব্যবহৃত হয় ?
উত্তরঃ উত্তল দর্পণ।
প্রশ্ন: শের-ই-পাঞ্জাব কাকে বলা হয় ?
উত্তরঃ রঞ্জিৎ সিংহকে।
প্রশ্ন: দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন ?
উত্তরঃ শাহজাহান।
প্রশ্ন: ভিব্ৰিও কলেরি কোন রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ?
উত্তরঃ কলেরা।
প্রশ্ন: আর্সেনিকের প্রভাবে সৃষ্ট রোগের নাম হল-
উত্তরঃ ব্ল্যাকফুট ডিজিজ।
প্রশ্ন: পশ্চিমবঙ্গের আইনসভা কতকক্ষ বিশিষ্ট্য ?
উত্তরঃ এককক্ষ বিশিষ্ঠ।
প্রশ্ন: মহিলারা কোন সালে প্রথম অলিম্পিকে অংশ নেয় ?
উত্তরঃ ১৯০০ সালে।
প্রশ্ন: অন্ত্যোদয় যোজনা প্রথম কবে শুরু হয় ?
উত্তরঃ ১৯৮৮-৮৯ সালে।
প্রশ্ন: সংবাদ কৌমুদি পত্রিকাটি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ রাজা রামমোহন রায় ।
প্রশ্ন: কোন উদ্ভিদকে ইংরাজিতে ‘লুকিং গ্লাস ট্রি’ নামে অভিহিত করা হয় ?
উত্তরঃ সুন্দরী।
প্রশ্ন: মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ বীরভূম।
প্রশ্ন: ভারতের কোন শহরকে ‘Capital City’ বলা হয় ?
উত্তরঃ মুম্বাই।
প্রশ্ন: স্কার্ভি রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?
উত্তরঃ ভিটামিন C।
কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর PDF
File Details :
File Name : Kolkata Police GK 05
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.4 MB