Tuesday, January 21, 2025
Homeকলকাতা পুলিশকলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস PDF | Kolkata Police Constable Syllabus in Bengali

কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস PDF | Kolkata Police Constable Syllabus in Bengali

কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার সিলেবাস পিডিএফ ডাউনলোড

কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস PDF | Kolkata Police Constable Syllabus in Bengali

কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস PDF
কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস PDF

সুপ্রিয় বন্ধুরা,
কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের সহযোগিতা করতে আজকের পোস্টে কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস PDF টি শেয়ার করলাম। যেটিতে খুব সুন্দরভাবে বাংলা ভাষায় কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার সিলেবাসটি আলোচনা করা আছে।

আপনারা জানেন যে, যেকোনো পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সবচেয়ে প্রথম যে জিনিসটা প্রয়োজন হয় সেটি হলো সিলেবাস, যার উপর ভিত্তি করে পরীক্ষার প্রস্তুতিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তাই আমরা আশা রাখবো এই পোস্টটি আপনাদের খুব কাজে দেবে।

  1. প্রিলিমিনারি পরীক্ষা
  2. PMT & PET
  3. মেন পরীক্ষা
  4. ইন্টারভিউ
  5. ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল
বিষয়প্রশ্ন সংখ্যানম্বর
জেনারেল নলেজ৪০৪০
অঙ্ক (মাধ্যমিক)৩০৩০
রিজনিং৩০৩০
মোট১০০১০০
  • প্রশ্নের ধরণঃ MCQ
  • সময়ঃ ১ ঘণ্টা
  • প্রতিটি প্রশ্নের মানঃ ১
  • নেগেটিভ মার্কিংঃ ১/৪
পুরুষ প্রার্থীউচ্চতাওজনছাতি
অন্যান্য১৬৭ সেমি৫৭ কেজি৭৮ সেমি
গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও ST১৬০ সেমি৫৩ কেজি৭৬ সেমি
মহিলা প্রার্থীউচ্চতাওজন
অন্যান্য১৬০ সেমি৪৯ কেজি
গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও ST১৫২ সেমি৪৫ কেজি
প্রার্থীদৌড়সময়
পুরুষ১৬০০ মিটার৬ মিনিট ৩০ সেকেন্ড
মহিলা৮০০ মিটার৪ মিনিট ৩০ সেকেন্ড
বিষয়প্রশ্ন সংখ্যানম্বর
জেনারেল নলেজ২৫২৫
ইংরেজি১০১০
অঙ্ক (মাধ্যমিক)২৫২৫
রিজনিং ও লজিক্যাল অ্যানালিসিস২৫২৫
মোট৮৫৮৫
  • প্রশ্নের ধরণঃ MCQ
  • সময়ঃ ১ ঘণ্টা
  • প্রতিটি প্রশ্নের মানঃ ১
  • নেগেটিভ মার্কিংঃ ১/৪

মেন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। এই ইন্টারভিউটি হবে ১৫ নম্বরের। মেন পরীক্ষা ও ইন্টারভিউর নম্বরের (৮৫ + ১৫ = ১০০) উপর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে।

  • সাধারণ জ্ঞান
  • কারেন্ট অ্যাফেয়ার্স
  • ভারতের অর্থনীতি
  • ভারতের ইতিহাস
  • ভারতীয় সংস্কৃতি
  • ভারতীয় সাহিত্য
  • জীবন বিজ্ঞান
  • ভৌত বিজ্ঞান
  • ভারতীয় সংবিধান
  • খেলাধুলা
  • পুরস্কার
  • চলচ্চিত্র
  • কম্পিউটার
  • Grammar
  • Unseen Passages
  • Error Correction
  • Idioms & Phrases
  • Comprehension
  • Fill in the Blanks
  • Sentence Rearrangement
  • Subject-Verb Agreement
  • Synonyms
  • Articles
  • Adverb
  • Vocabulary
  • Tenses
  • Antonyms
  • Verb
  • অনুপাত ও সমানুপাত
  • অংশীদারি কারবার
  • গড়
  • সময় ও কার্য
  • নল ও চৌবাচ্চা
  • সময় ও দূরত্ব
  • ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব
  • নৌকা ও স্রোত
  • শতকরা
  • লাভ ও ক্ষতি
  • সরল সুদ
  • চক্রবৃদ্ধি ও সমাহার বৃদ্ধি বা হ্রাস
  • মিশ্রণ
  • ইত্যাদি
  • সংখ্যা শ্রেণি
  • বর্ণ শ্রেণি
  • শ্রেণি বিভাজন
  • সাদৃশ্য
  • সাংকেতিকরণ এবং অসাংকেতিকরণ
  • দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা
  • ভেনচিত্র
  • লুপ্ত সংখ্যা নির্ণয়
  • ম্যাট্রিক্স কোডিং
  • বর্ণমালা সংক্রান্ত সমস্যা
  • সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস
  • গাণিতিক ক্রিয়া
  • যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস
  • রক্তের সম্পর্ক
  • আসন বিন্যাস
  • বিবৃতি ও অনুমান
  • চিত্রদল গঠন
  • জ্যামিতিক চিত্র গণনা

File Details :


File Name : Kolkata Police Constable Syllabus
Language : Bengali
No. of Pages : 04
Size : 0.4 MB

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts