কলকাতা পুলিশ কনস্টেবল বেতন কাঠামো | Kolkata Police Constable Salary
কলকাতা পুলিশ ফোর্স হলো পশ্চিমবঙ্গ রাজ্যের দুটি পুলিশ ফোর্সের মধ্যে একটি; অন্যটি হল পশ্চিমবঙ্গ পুলিশ, যা একটি পৃথক অধিক্ষেত্র। কলকাতা পুলিশের কাজ হল কলকাতা মহানগর এলাকায় পুলিশি কাজ তথা কলকাতার মানুষের জন্য নিরাপত্তা সুনিশ্চিত করা।
রিক্রুটমেন্ট বোর্ড | পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড |
পদের নাম | কলকাতা পুলিশ কনস্টেবল |
কাজের স্থান | কলকাতা |
আবেদন মাধ্যম | অনলাইন |
অফিশিয়াল ওয়েবসাইট | prb.wb.gov.in |
কলকাতা পুলিশ কনস্টেবল এর বেতন
কলকাতা পুলিশ কনস্টেবল পদের অফিসারদের বেতন পে লেবেল ৬ অনুযায়ী বেতন দেওয়া হয়ে থাকে। অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল এর মাসিক বেতন ২২,৭০০/- থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত। এছাড়াও সেই সঙ্গে বিভিন্ন সরকারী ভাতা প্রদান করা হয়ে থাকে।
Basic Pay | ২২,৭০০/- টাকা |
HRA (১২%) | ২৭২৪/- টাকা |
DA (৬%) | ১৩৬২/- টাকা |
Medical | ৫০০/- টাকা |
Total | ২৭,২৮৬ টাকা |
সুতরাং শুরুতে কলকাতা পুলিশ কনস্টেবল এর মাসিক বেতন ২৭,২৮৬/- টাকা। তবে অন্যান্য সরকারী কর্মচারীদের মতোই কলকাতা পুলিশ এর বেতনেও ডিডাকশন কাটা হয়ে থাকে। যার কারণে কলকাতা পুলিশ কনস্টেবল পদের অফিসারেরা মাসিক ২৫,৭৭৪/- টাকা হাতে পেয়ে থাকেন।
GPF | ১৩৬২/- টাকা |
Tax | ১৫০/- টাকা |
Total | ১৫১২/- টাকা |
*** (HRA – House Rent Allowance, DA – Dearness Allowance, GPF – General Provident Fund)
কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ পদ্ধতি
প্রিলিমিনারি পরীক্ষা, শারীরিক দক্ষতা ও পরিমাপ পরীক্ষা, মেন পরীক্ষা, ইন্টারভিউ এই সকল প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়ে থাকে।
কলকাতা পুলিশ কনস্টেবল যোগ্যতা
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করলেই এই পদের জন্য আবেদন করা যায়।
কলকাতা পুলিশ কনস্টেবল এর কাজ
কলকাতা শহর এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক নিয়ন্ত্রণ করা, অপরাধ মূলক কাজ চিহ্নিত এবং প্রতিরোধ করা। সর্বোপরি কলকাতার মানুষের জন্য নিরাপত্তা সুনিশ্চিত করা।
কলকাতা পুলিশ কনস্টেবল বয়সসীমা
আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়।
কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস | Click Here |
কলকাতা পুলিশ কনস্টেবল প্রশ্নপত্র | Click Here |
I am interested