Saturday, November 2, 2024
Homeকলকাতা পুলিশKolkata Police Constable GK in Bengali

Kolkata Police Constable GK in Bengali

Kolkata Police Constable GK MCQ

কলকাতা পুলিশ কনস্টেবল জিকে | Kolkata Police Constable GK MCQ in Bengali

Kolkata Police Constable GK in Bengali
Kolkata Police Constable GK in Bengali

আজ আপনাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার উপযোগী কতকগুলি জিকে প্রশ্ন উত্তর প্রদান করলাম। আমরা আশা রাখছি এই কলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর গুলি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নিন-

Kolkata Police Constable GK

০১. ভারতের নাগরিকত্ব আইন কোন সালে পাস হয় ?
ⓐ ১৯৫১ সালে
ⓑ ১৯৫৩ সালে
ⓒ ১৯৫৫ সালে
ⓓ ১৯৫৭ সালে


০২. জিএসটি প্রথম কোন দেশে চালু হয় ?
ⓐ কানাডা
ⓑ ফ্রান্স
ⓒ আমেরিকা
ⓓ জাপান


০৩. জীবাশ্ম সম্পর্কিত বিদ্যাকে কী বলে ?
ⓐ অস্টিওলজি
ⓑ হিস্টোলজি
ⓒ মাইকোলজি
ⓓ প্যালেন্টোলজি


০৪. টোডরমল কিসের সঙ্গে যুক্ত ছিলেন ?
ⓐ আইন
ⓑ সঙ্গীত
ⓒ সাহিত্য
ⓓ অর্থনীতি


০৫. উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয় ?
ⓐ চীন
ⓑ জাপান
ⓒ উরুগুয়ে
ⓓ বাংলাদেশ


০৬. কাকাবাবু চরিত্রের সৃষ্টিকর্তা কে ?
ⓐ ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
ⓑ সুনীল গঙ্গোপাধ্যায়
ⓒ রাজশেখর বসু
ⓓ সত্যজিৎ রায়


০৭. নৌ বিদ্রোহ কোন জাহাজে হয়েছিল ?
ⓐ তলোয়ার
ⓑ এম.ভি. আকবর
ⓒ আই.এন.এস.
ⓓ শঙ্খ


০৮. অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কে রচনা করেন ?
ⓐ মধুসূদন দত্ত
ⓑ রবীন্দ্রনাথ ঠাকুর
ⓒ কাজী নজরুল ইসলাম
ⓓ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়


০৯. বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম কি ?
ⓐ ব্যারোমিটার
ⓑ ম্যানোমিটার
ⓒ হাইড্রোমিটার
ⓓ অ্যানিনোমিটার


১০. পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা কত ?
ⓐ ১৫৯
ⓑ ১৬৯
ⓒ ১৭৯
ⓓ ১৮৯


১১. ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন ?
ⓐ অশোক
ⓑ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ⓒ হর্ষবর্ধন
ⓓ কনিষ্ক


১২. চিরবসন্তের দেশ কাকে বলা হয় ?
ⓐ ফ্রান্স
ⓑ নিউজিল্যান্ড
ⓒ সুইজারল্যান্ড
ⓓ থাইল্যান্ড


১৩. ভারতে প্রথম ডাকটিকিট কবে চালু হয় ?
ⓐ ১৮৫২ সালে
ⓑ ১৮৫৪ সালে
ⓒ ১৮৫৬ সালে
ⓓ ১৮৫৮ সালে


১৪. তাঁতিয়া টোপির আসল নাম কী ?
ⓐ রামচন্দ্র পাণ্ডুরঙ্গ
ⓑ আত্মারাম পাণ্ডুরঙ্গ
ⓒ রামনাথ
ⓓ তৈমুর লঙ


১৫. বর্তমান সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা কত ?
ⓐ ৭টি
ⓑ ৮টি
ⓒ ৯টি
ⓓ ১১টি


১৬. সিফ কি ?
ⓐ মরুভূমি
ⓑ উপসাগর
ⓒ বালিয়াড়ি
ⓓ পায়া হ্রদ


১৭. পুনা সার্বজনিক সভা কে প্রতিষ্ঠা করেন ?
ⓐ শিবাজী
ⓑ মহাত্মা গান্ধী
ⓒ বাল গঙ্গাধর তিলক
ⓓ বাসুদেব বলবন্ত ফাড়কে


১৮. স্যার সৈয়দ আহমেদ খান কোন আন্দোলন প্রবর্তন করেন ?
ⓐ দেওগড় আন্দোলন
ⓑ প্রাচ্যবাদী আন্দোলন
ⓒ ইজতিহাদ আন্দোলন
ⓓ আলীগড় আন্দোলন


১৯. জাম্পবল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
ⓐ বেসবল
ⓑ পোলো
ⓒ বাস্কেটবল
ⓓ ফুটবল


২০. মালদ্বীপের পার্লামেন্টের নাম কি ?
ⓐ মজলিস
ⓑ মোরা
ⓒ সেম
ⓓ আলথিং


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts