জুট কর্পোরেশন অফ ইন্ডিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Jute Corporation Of India Limited Recruitment 2023
সুপ্রিয় বন্ধুরা,
জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে দেওয়া হল-
পদের নাম :
Assistant Manager
শুন্যপদ :
- Assistant Manager (Operation/Marketing) – ৪টি।
- Assistant Manager (Finance) – ৪টি।
- Assistant Manager (HR) – ৩টি।
শিক্ষাগত যোগ্যতা :
- Assistant Manager (Operation/Marketing) পদে আবেদনের জন্য জুট টেকনোলজিতে ডিগ্রী থাকতে হবে এবং ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- Assistant Manager (Finance) পদে আবেদনের জন্য B.Com/M.Com থাকতে হবে এবং ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- Assistant Manager (HR) পদে আবেদনের জন্য গ্র্যাজুয়েট হতে হবে এবং ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা :
১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন :
৪০,০০০/- টাকা থেকে ১,৪০,০০০/- টাকা পর্যন্ত।
আবেদন পদ্ধতি :
অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :
SENIOR MANAGER (HR) THE JUTE CORPORATION OF INDIA LIMITED, 15N, NELLIE SENGUPTA SARANI, KOLKATA-700087
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু | ২৮শে জানুয়ারি ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ১৭ই ফেব্রুয়ারি ২০২৩ |
এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
আরও দেখুন :