Wednesday, January 22, 2025
Homeচাকরির খবরমাধ্যমিক পাশে ITBP-তে কনস্টেবল নিয়োগ 2023

মাধ্যমিক পাশে ITBP-তে কনস্টেবল নিয়োগ 2023

ITBP-তে কনস্টেবল (ড্রাইভার) নিয়োগ 2023

মাধ্যমিক পাশে ITBP-তে কনস্টেবল নিয়োগ 2023 | ITBP Driver Constable Recruitment 2023

মাধ্যমিক পাশে ITBP-তে কনস্টেবল নিয়োগ 2023
মাধ্যমিক পাশে ITBP-তে কনস্টেবল নিয়োগ 2023

ইন্দো-তিব্বত বর্ডার পুলিশে চাকরির সুযোগ। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের মাধ্যমে ড্রাইভার পদে কনস্টেবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে দেওয়া হল-

রিক্রুটমেন্ট বোর্ডইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্স
পদের নামকনস্টেবল (ড্রাইভার)
শুন্যপদ৪৫৮টি
আবেদন মাধ্যমঅনলাইন
অফিশিয়াল ওয়েবসাইটrecruitment.itbpolice.nic.in
পদের নাম :

কনস্টেবল ড্রাইভার।

শুন্যপদ :

৪৫৮টি।

শিক্ষাগত যোগ্যতা :

মাধ্যমিক পাশ সহ ভারী যানবাহন চালকের একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বয়সসীমা :

২১ থেকে ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে।

আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন মূল্য :

১০০/- টাকা। তবে SC, ST, Ex-servicemen প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম টাকা লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু২৭শে জুন ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ২৬শে জুলাই ২০২৩

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইটক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts