Friday, December 27, 2024
Homeচাকরির খবরIRCTC -তে প্রশিক্ষণের মাধ্যমে চাকরি ২০২৩ | IRCTC COPA Recruitment 2023

IRCTC -তে প্রশিক্ষণের মাধ্যমে চাকরি ২০২৩ | IRCTC COPA Recruitment 2023

মাধ্যমিক পাসে IRCTC -তে প্রশিক্ষণের মাধ্যমে চাকরি

IRCTC -তে প্রশিক্ষণের মাধ্যমে চাকরি ২০২৩ | IRCTC COPA Recruitment 2023

IRCTC -তে প্রশিক্ষণের মাধ্যমে চাকরি ২০২৩
IRCTC -তে প্রশিক্ষণের মাধ্যমে চাকরি ২০২৩

সুপ্রিয় বন্ধুরা,
IRCTC-এর তরফে প্রশিক্ষণ দিয়ে ভারতীয় রেলে চাকরির একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের নাগরিক হলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে। নীচে এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেওয়া হল।

পদের নাম :

Computer Operator and Programming Assistant (COPA)

শুন্যপদ :

মোট শুন্যপদ ২৫টি।

বেতন :

প্রতি মাসে ৫,০০০-৯,০০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা :
  • আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে।
  • আইটিআই সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
বয়সসীমা :

১৫ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি :

একাডেমিক স্কোর এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য :

আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।

আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু২৯শে ডিসেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ১২ই জানুয়ারী ২০২৩

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইটক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Also Check :
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts