গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2024 | India Post GDS Recruitment Notification 2024
ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে জিডিএস তথা গ্রামীণ ডাক সেবক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য জুড়ে ৪৪,২২৮টি শুন্যপদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হবে।
রিক্রুটমেন্ট বোর্ড | ভারতীয় ডাক বিভাগ |
পদের নাম | গ্রামীণ ডাক সেবক |
শুন্যপদ | ৪৪,২২৮টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
অফিশিয়াল ওয়েবসাইট | indiapostgdsonline.gov.in |
পদের নাম :
গ্রামীণ ডাক সেবক।
শুন্যপদ :
৪৪,২২৮টি।
বয়সসীমা :
১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন :
ক্যাটাগরি | বেতন |
---|---|
BPM | ১২,০০০ – ২৯,৮০০ টাকা |
ABPM/Dak Sevaks | ১০,০০০ – ২৪,৪৭০ টাকা |
শিক্ষাগত যোগ্যতা :
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে।
অন্যান্য যোগ্যতা :
- কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
- সাইকেল চালানো জানতে হবে।
আবেদন পদ্ধতি :
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন মূল্য :
১০০/- টাকা, তবে মহিলা/ SC/ ST/ PWD/ Transwomen প্রার্থীদের কোনো রকম টাকা লাগবে না।
নিয়োগ পদ্ধতি :
মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু | ১৫ই জুলাই ২০২৪ |
আবেদন প্রক্রিয়া শেষ | ৫ই আগস্ট ২০২৪ |
এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
আমাদের টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |