Important Questions for Anganwadi Worker & Helper Exam in Bengali PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের পিডিএফটি প্রদান করলাম। এই প্রশ্নগুলি আপনাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং সময় অপচয় না করে প্রশ্নোত্তরগুলি দেখে নিন-
প্রশ্ন: সিপাহী বিদ্রোহ কোন সালে সূচনা হয় ?
উত্তর: ১৮৫৭সালে।
প্রশ্ন: সতীদাহ প্রথা কে বিলোপ করেন ?
উত্তর: উইলিয়াম বেন্টিঙ্ক।
প্রশ্ন: ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: রাজা রামমোহন রায়।
প্রশ্ন: চিরস্থায়ী বন্দোবস্ত কোন সালে প্রবর্তিত হয় ?
উত্তর: ১৭৯৩ সালে।
প্রশ্ন: বঙ্গভঙ্গ কোন সালে রদ করা হয় ?
উত্তর: ১৯১১ সালে।
প্রশ্ন: কোন সালে ছিয়াত্তরের মন্বন্তর ঘটে ?
উত্তর: ১১৭৬ সালে।
প্রশ্ন: ভারত-পাকিস্তান বিভক্ত করে কোন কমিশন ?
উত্তর: র্যাডক্লিপ কমিশন।
প্রশ্ন: পর্তুগীজ নাবিক ভাস্কর-দা-গামা ভারতবর্ষে আগমন হয় কোন সালে ?
উত্তর: ১৪৯৮ সালে।
প্রশ্ন: পর্তুগীজরা বাংলার কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেন ?
উত্তর: চট্টগ্রামে।
প্রশ্ন: ইস্ট ইন্ডিয়া কোম্পানী কোন সালে বাণিজ্যের জন্য বাংলায় আসেন ?
উত্তর: ১৭০৮ সালে।
প্রশ্ন: বাংলার শেষ স্বাধীন সম্রাট কে ?
উত্তর: নবাব সিরাজউদ্দৌলা।
প্রশ্ন: ‘বর্গী’ নামে কারা পরিচিত ছিলেন ?
উত্তর: মারাঠারা।
প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজ কোন সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৮০০ সালে।
প্রশ্ন: কোন সালে বঙ্গভঙ্গের সূচনা ঘটে ?
উত্তর: ১৯০৫ সালে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার উপযোগী প্রশ্ন ও উত্তর PDF
File Details :
File Name : ICDS Question and Answer in Bengali Part-04
Language : Bengali
No. of Pages : 01
Size : 0.4 MB