Friday, November 22, 2024
Homeউচ্চ মাধ্যমিকউচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 | HS Geography Suggestion 2023

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 | HS Geography Suggestion 2023

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 | HS Geography Suggestion 2023

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2023
উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2023

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩ টি প্রদান করলাম। অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর সাহায্য এবং বিগত কয়েক বছরের ভূগোল প্রশ্নপত্র অনুকরণ করে এই সাজেশনটি প্রস্তুত করা হয়েছে। আমরা আশা রাখছি এই ভূগোল সাজেশনটি উচ্চ মাধ্যমিক ২০২৩ পরীক্ষার্থীদের ভীষণভাবে সাহায্য করবে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৩
বোর্ডপশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
টপিকউচ্চ মাধ্যমিক সাজেশন
বিষয়ভূগোল
পরীক্ষার তারিখ২৭শে মার্চ ২০২৩
উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ৭)
  • সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ গুলির যেকোনো চারটি সম্পর্কে সচিত্র বর্ণনা দাও। রিয়া ও ফিয়র্ড উপকূলের পার্থক্য লেখো।
  • বিশ্ব উষ্ণায়নের প্রভাব গুলি লেখো। দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো।
  • দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ গুলি আলোচনা করো। ইন্টার কালচার কী ? ভ্যালোরাইজেশন পদ্ধতি কি ?
  • জনবণ্টনে ভূপ্রকৃতি ও জলবায়ুর প্রভাব আলোচনা করো। ক্ষুদ্র ও বৃহৎ পরিকল্পনা অঞ্চলের মধ্যে প্রভেদ কি ?
  • মুখ্য পুষ্টি মৌলগুলির বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। ফ্রিয়েটিক স্তর কাকে বলে ?
  • ভারতের পেট্রোক্যামিক্যাল শিল্পের সমস্যা ও সম্ভাবনা আলোচনা করো। ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্পের উল্লেখযোগ্য অঞ্চলগুলি ও সেখানে গড়ে ওঠা শিল্পকেন্দ্রগুলির উল্লেখ করো।
  • কাম্য জনসংখ্যা কাকে বলে ? কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মেধা প্রবাহ বলতে কি বোঝ।
  • জনসংখ্যা বিবর্তন তত্ত্বের ত্রুটিগুলি আলোচনা করো। হলদিয়া বন্দরের ভবিষ্যৎ সম্ভাবনাগুলি লেখো। নগর কাকে বলে ?
  • মৌসুমি জলবায়ু ও ভূ-মধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। অ্যাকুইফার ও অ্যাকুইক্লুড এর মধ্যে পার্থক্য লেখো।
  • ভারত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উন্নত কেন ? বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পে উন্নত হওয়ার তিনটি কারণ আলোচনা করো।
  • ভারতের আদমসুমারী অনুযায়ী ‘পৌরবসতি’র সংজ্ঞা দাও। বৃহৎ পরিকল্পনা অঞ্চল বলতে কি বোঝায়, উদাহরণ সহ আলোচনা করো।
  • কলকাতার সহযোগী বন্দর হিসাবে হলদিয় বন্দরের গুরুত্ব উল্লেখ করো। দুর্গাপুরকে ভারতের রুঢ় বলা হয় কেন ? কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় ?
  • মৃত্তিকাক্ষয়ের কারণসমূহ আলোচনা করো। ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য আলোচনা করো।
  • পরিবেশের ওপর ওজোন স্তরের অবক্ষয়ের প্রভাব আলোচনা করো। জীববৈচিত্র্যের বিনাশের কারণগুলি বিশ্লেষণ করো।
  • চিত্রসহ ভৌমজলের ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির পরিচয় দাও। পুঞ্জিত ক্ষয় বলতে কি বোঝায়।
  • মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু ও জীবজগতের ভূমিকা বিশ্লেষণ করো। ‘মৃত্তিকার ক্যাটেনা’ কাকে বলে ?
  • ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। এল-নিনো বলতে কি বোঝায়।
  • ভারতীয় কৃষিতে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহারের সুবিধা ও অসুবিধা গুলি লেখো। নীল বিপ্লব কি ? ট্রাক ফার্মিং কি ?
  • ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। উদীয়মান শিল্প কাকে বলে ?
  • পৃথিবীর অসম জনবণ্টনের তিনটি প্রাকৃতিক কারণ আলোচনা করো। বাণিজ্যিকভাবে ফুলের চাষকে কি বলে ? একটি শিকড় আলগা শিল্পের নাম লেখো।
  • জাঙ্গল উদ্ভিদ ও লবনাঙ্গ উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। মৌসুমি বায়ুর ওপর ‘জেটপ্রবাহ’ এর প্রভাব বিশ্লেষণ করো।
  • কানাডার কাগজ শিল্পের উন্নতির কারণ গুলি লেখো। ভারতের পাটশিল্পের সমস্যাগুলি লেখো।
  • জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার অনুকূল কারণ গুলি লেখো। পরিকল্পনা অঞ্চল কাকে বলে ?
উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 PDF

File Details :


File Name : HS Geography Suggestion 2023
Language : Bengali
No. of Pages : 01
Size : 0.4 MB

অন্যান্য বিষয়ের সাজেশন :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts