Friday, November 22, 2024
Homeউচ্চ মাধ্যমিকউচ্চ মাধ্যমিক অর্থনীতি সাজেশন 2023 | HS Economics Suggestion 2023

উচ্চ মাধ্যমিক অর্থনীতি সাজেশন 2023 | HS Economics Suggestion 2023

উচ্চ মাধ্যমিক অর্থনীতি সাজেশন ২০২৩

উচ্চ মাধ্যমিক অর্থনীতি সাজেশন 2023 PDF | HS Economics Suggestion 2023 PDF

উচ্চ মাধ্যমিক অর্থনীতি সাজেশন 2023
উচ্চ মাধ্যমিক অর্থনীতি সাজেশন 2023

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের উচ্চ মাধ্যমিক অর্থনীতি সাজেশন ২০২৩ টি প্রদান করলাম। অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকার সাহায্য এবং বিগত কয়েক বছরের অর্থনীতি প্রশ্নপত্র অনুকরণ করে এই সাজেশনটি প্রস্তুত করা হয়েছে। আমরা আশা রাখছি এই অর্থনীতি সাজেশনটি উচ্চ মাধ্যমিক ২০২৩ পরীক্ষার্থীদের ভীষণভাবে সাহায্য করবে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৩
বোর্ডপশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
টপিকউচ্চ মাধ্যমিক সাজেশন
বিষয়অর্থনীতি
পরীক্ষার তারিখ২৪শে মার্চ ২০২৩
উচ্চ মাধ্যমিক অর্থনীতি সাজেশন ২০২৩

২ নম্বরের প্রশ্ন :
  • চাহিদা সূত্রের দুটি ব্যতিক্রম উল্লেখ করো।
  • ক্রমহ্রাসমান সমান প্রান্তিক উপযোগ বিধিটি বিবৃত করো।
  • চাহিদার আয়গত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও।
  • অস্থিতিস্থাপক চাহিদা বলতে কি বোঝ ?
  • গড় স্থির ব্যয়ের রেখার আকৃতি কীরূপ ?
  • প্রান্তিক ব্যয় কাকে বলে ?
  • সমক পার্থক্যের দুটি সুবিধা উল্লেখ করো।
  • ভারতে আয় বণ্টনে বৈষম্যের দুটি কারণ উল্লেখ করো।
  • সাধারণ বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন ?
  • জীবনবীমাকে প্রতিশ্রুতির চুক্তি বলা হয় কেন ?
  • ছদ্ম বেকারত্ব কাকে বলে ?
  • দারিদ্র্যের ফাঁক বলতে কী বোঝায় ?
  • নরসিংহম কমিটির দুটি সুপারিশ উল্লেখ করো।
  • GATT ও WTO এর মধ্যে পার্থক্য কী ?
  • লরেঞ্জ রেখা কী ?
  • মহলানবিশ কমিটি কী উদ্দেশ্যে গঠিত হয় ?
  • বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হিসাবে ভারতের দুটি সুবিধার উল্লেখ করো।
  • ঘাটতি বাজেট কাকে বলে ?
  • প্রচ্ছন্ন বেকারত্ব কাকে বলে ?
  • গিফেন দ্রব্য কাকে বলে ?
৫ নম্বরের প্রশ্ন :
  • উৎপাদনের মাত্রা বৃদ্ধি জনিত প্রতিদান বিধিটি ব্যাখ্যা করো।
  • পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য চিত্রের মাধ্যমে দেখাও।
  • রিকার্ডোর খাজনা তত্ত্বটি ব্যাখ্যা করো।
  • আর্থিক জাতীয় আয় ও প্রকৃত জাতীয় আয়ের মধ্যে পার্থক্য লেখো।
  • বাণিজ্যিক ব্যাঙ্কের কার্যাবলী ব্যাখ্যা করো।
  • লেনদেন ব্যালান্স ও বাণিজ্য ব্যালান্সের মধ্যে পার্থক্য লেখো।
  • 2, 3, 4, 5, 6 এর সমক পার্থক্য নির্ণয় করো।
  • লরেঞ্জ রেখার ওপর সংক্ষিপ্ত টীকা লেখো।
  • ভারতের দারিদ্র্যের দীর্ঘস্থায়িত্বের কারণগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো।
  • ভারতের দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যে ভারত সরকার যেসব ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলির একটি বিবরণ দাও।
  • ভারতের আয় বৈষম্যের কারণগুলি কী কী ?
উচ্চ মাধ্যমিক অর্থনীতি সাজেশন 2023 PDF

File Details :


File Name : HS Economics Suggestion 2023
Language : Bengali
No. of Pages : 01
Size : 01 MB

বাকি বিষয়ের সাজেশন :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts