Wednesday, January 22, 2025
Homeএএনএম ও জিএনএমGNM নার্সিং প্রশ্ন ও উত্তর 2023 | GNM Nursing Question Answer

GNM নার্সিং প্রশ্ন ও উত্তর 2023 | GNM Nursing Question Answer

GNM নার্সিং প্রশ্ন ও উত্তর

GNM নার্সিং প্রশ্ন ও উত্তর 2023 | GNM Nursing Question Answer Part-05

GNM নার্সিং প্রশ্ন ও উত্তর 2023
GNM নার্সিং প্রশ্ন ও উত্তর 2023

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের GNM নার্সিং প্রশ্ন ও উত্তর PDF টি প্রদান করলাম। যেটির মধ্যে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান ও জেনারেল নলেজ বিষয় থেকে প্রশ্ন উত্তর দেওয়া আছে, যেগুলি আপনাদের আগত GNM পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং দেরী না করে প্রশ্ন উত্তর গুলি দেখে নিন-

প্রশ্ন: কাকে সুপ্রজনন বিদ্যার জনক বলা হয় ?
উত্তর: গ্রেগর জোহান মেন্ডেল।

প্রশ্ন: কোন প্রাণীতে নৌকার মত কিল অস্থি দেখতে পাওয়া যায় ?
উত্তর: ব্যাঙ।

প্রশ্ন: জলে মাছের প্লবতা রক্ষায় কে সাহায্য করে ?
উত্তর: ফুলকা।

প্রশ্ন: কোন মৌলের অভাবে পেশীর দুর্বলতা ও হাড়ে ব্যথা দেখা যায় ?
উত্তর: ফসফরাস।

প্রশ্ন: নালী বিহীন গ্রন্থীকে কি বলা হয় ?
উত্তর: অনাল গ্রন্থি।

প্রশ্ন: মানুষ কোন পর্বের অন্তর্গত ?
উত্তর: কর্ডাটা।

প্রশ্ন: আরশোলার পায়ের সংখ্যা কয়টি ?
উত্তর: ৩ জোড়া।

প্রশ্ন: লিপ্তপদ যুক্ত একটি প্রাণীর নাম কি ?
উত্তর: হাঁস।

প্রশ্ন: রেসারপিন কোথা থেকে পাওয়া যায় ?
উত্তর: সর্পগন্ধা গাছের ছাল থেকে।

প্রশ্ন: সূর্য শিশিরের পাতা পতঙ্গের সংস্পর্শে আসামাত্র পতঙ্গের দিকে বেঁকে যায় , এটি কোন ধরণের চলন ?
উত্তর: কোমোন্যাস্টিক।

প্রশ্ন: মুদ্রা তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয় ?
উত্তর: Cu.

প্রশ্ন: পারমানবিক বোমায় কিসের বিভাজন ঘটে ?
উত্তর: নিউক্লিয় বিভাজন।

প্রশ্ন: নিচের কোনটি সাধারণ লবণের উৎস ?
উত্তর: হ্যালাইট।

প্রশ্ন: হেনরী কত সালে হেনরীর সূত্র প্রকাশ করেন ?
উত্তর: ১৮০৩ খ্রিস্টাব্দে।

প্রশ্ন: একটি হোমসাইক্লিক যৌগের উদাহরণ দাও ?
উত্তর: বেঞ্জিন।

প্রশ্ন: বিটাকণা কি ?
উত্তর: নিউক্লিয়াস থেকে নির্গত ইলেকট্রন।

প্রশ্ন: চিনি শিল্পে উপজাত হিসেবে প্রাপ্ত গুড় থেকে ইথাইল অ্যালকোহল তৈরির পদ্ধতিকে কি বলে ?
উত্তর: চোলাই করা।

প্রশ্ন: কোন লবনকে দহন করতে হলুদ বর্ণের শিখা উৎপন্ন হয় ?
উত্তর: Nacl.

প্রশ্ন: বায়ুতে কত শতাংশ জলীয় বাষ্প আছে ?
উত্তর: ০.০২%।

প্রশ্ন: স্বর্ণকারের কারখানায় কোন পদার্থ বায়ু দূষণ করে ?
উত্তর: নাইট্রোজেন ডাই অক্সাইড।

প্রশ্ন: ভারতের প্রথম কার্যবাহক রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তর: ভি.ভি.গিরি।

প্রশ্ন: কততম সংবিধান সংশোধন দ্বারা ভারতীয় নাগরিকদের কর্তব্য সংবিধানের সাথে সংযুক্ত করা হয় ?
উত্তর: ৪২তম।

প্রশ্ন: সর্বাধিক বয়স্কপ্রাপ্ত প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তর: মোরারোজী দেশাই।

প্রশ্ন: জানুয়ারি ১৯৫৪ সালে ভারতের মুখ্য ন্যায়াধীশ পদে কে ছিলেন ?
উত্তর: মেহের চাঁদ মহাজন।

প্রশ্ন: দক্ষিণ ভারত থেকে কে প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ?
উত্তর: পি.ভি. নরসিংহরাও।

GNM নার্সিং প্রশ্ন ও উত্তর 2023 PDF

File Details :


File Name : ANM GNM Entrance Exam Questions 05
Language : Bengali
No. of Pages : 03
Size : 0.5 MB

Also Check :
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts