Saturday, November 2, 2024
Homeএএনএম ও জিএনএমনার্সিং পরীক্ষার প্রশ্ন ও উত্তর পিডিএফ | ANM GNM Entrance Exam Questions

নার্সিং পরীক্ষার প্রশ্ন ও উত্তর পিডিএফ | ANM GNM Entrance Exam Questions

ANM GNM নার্সিং পরীক্ষার প্রশ্ন ও উত্তর

নার্সিং পরীক্ষার প্রশ্ন ও উত্তর পিডিএফ | ANM GNM Entrance Exam Questions Part-04

নার্সিং পরীক্ষার প্রশ্ন ও উত্তর পিডিএফ
নার্সিং পরীক্ষার প্রশ্ন ও উত্তর পিডিএফ

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের ANM GNM নার্সিং পরীক্ষার প্রশ্ন ও উত্তর পিডিএফ প্রদান করলাম। যেটির মধ্যে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান ও জেনারেল নলেজ বিষয় থেকে প্রশ্ন উত্তর দেওয়া আছে, যেগুলি আপনাদের আগত ANM GNM পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং দেরী না করে প্রশ্ন উত্তর গুলি দেখে নিন-

প্রশ্ন: প্রাচীন ভারতে কটি পুরাণের সংখ্যা উল্লেখ আছে ?
উত্তর: ১৮ টি।

প্রশ্ন: ওজন স্তর সাধারণত মাটি থেকে কত কিলোমিটার উপরে থাকে ?
উত্তর: ৫০ কিমি।

প্রশ্ন: কোন মৌলের অভাবে মধুমেহ বা ডায়াবেটিস রোগটি হয় ?
উত্তর: ক্রোমিয়াম ।

প্রশ্ন: মহাভারতে অর্জুনের রথচালক কে ছিলেন ?
উত্তর: শ্রীকৃষ্ণ।

প্রশ্ন: ত্রি-রত্ন কি ?
উত্তর: সৎ জ্ঞান, সৎ বিশ্বাস এবং সৎ আচরণের সমাহার।

প্রশ্ন: Shock Wave কিসের কারণে সৃষ্টি হয় ?
উত্তর: সুপারসোনিক বিমান গেলে।

প্রশ্ন: খালি চোখে যে নক্ষত্র গুলিকে একটি হলে মনে হয় কিন্তু দূরবীক্ষন যন্ত্রে দুটি দেখায়, সেগুলি কি ?
উত্তর: বাই নারিস।

প্রশ্ন: শব্দের স্তর পরিমাপের যন্ত্রের নাম কি ?
উত্তর: ফোনোমিটার।

প্রশ্ন: চৌম্বক ক্ষেত্রের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি ?
উত্তর: ম্যাগনোমিটার।

প্রশ্ন: মনুষ্য শরীরের সাধারণ তাপ কত হয় ?
উত্তর: ৩৭°C ।

প্রশ্ন: কোন রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম হয় ?
উত্তর: বেগুনী।

প্রশ্ন: কোন রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি হয় ?
উত্তর: লাল।

প্রশ্ন: লাল আলোর নিচে সবুজ বর্ণের ঘাস কি রঙের দেখায় ?
উত্তর: লাল।

প্রশ্ন: হাইড্রোজেনের আইসোটোপের সংখ্যা কত ?
উত্তর: ৩।

প্রশ্ন: মহাবিশ্বের সর্বনিম্ন উষ্ণতার মান কত ?
উত্তর: -৫০০°F

প্রশ্ন: কোন পতঙ্গের দ্বারা প্লেগ রোগটি বাহিত হয় ?
উত্তর: ইঁদুরের দেহের মাছি।

প্রশ্ন: একটি বায়ুবাহিত রোগের উদাহরণ দাও ?
উত্তর: গুটি বসন্ত।

প্রশ্ন: বিছানার ছারপোকা কোন রোগ বহন করে নিয়ে আসে ?
উত্তর: কালাজ্বর।

প্রশ্ন: ঘুমরোগ রোগটি কোন জীব সৃষ্টি করে ?
উত্তর: আদ্যপ্রাণী।

প্রশ্ন: ছত্রাক দ্বারা কোন রোগের সৃষ্টি হয় ?
উত্তর: দাদ, হাজা।

প্রশ্ন: কাপড়ের রং বা ফার্নিচারের থেকে সাধারণত কোন রোগ হতে পারে ?
উত্তর: অ্যালার্জি।

প্রশ্ন: দেহের সবথেকে বড় নালিকা গ্রন্থি কোনটি ?
উত্তর: প্লীহা।

প্রশ্ন: যখন দৃষ্টিশক্তির ত্রুটির জন্য কোন ব্যক্তি কাছের বস্তুকে দেখতে পায় না, তাকে কি বলে ?
উত্তর: হাইপার মায়োপিয়া।

প্রশ্ন: রক্তে বিলিরুবিনের মাত্রা অত্যাধিক বেড়ে গেলে কোন রোগের সৃষ্টি হয় ?
উত্তর: জন্ডিস।

প্রশ্ন: কোন রোগটি প্রাণীর মল ও মাটির মাধ্যমে মানব দেহে ছড়িয়ে পড়ে ?
উত্তর: টিটেনাস।

নার্সিং পরীক্ষার প্রশ্ন ও উত্তর পিডিএফ

File Details :


File Name : ANM GNM Entrance Exam Questions 04
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.5 MB

Also Check :
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts