Wednesday, January 22, 2025
Homeচাকরির খবরগ্রামীণ ডাক সেবক নিয়োগ 2023

গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2023

রাজ্যে ২১২৭ শূন্যপদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ

গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2023 | GDS Recruitment 2023

GDS Recruitment 2023
গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2023

ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে জিডিএস তথা গ্রামীণ ডাক সেবক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য জুড়ে ৩০,০৪১টি শুন্যপদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হবে এবং পশ্চিমবঙ্গের জন্য ২১২৭টি শুন্যপদ রয়েছে।

রিক্রুটমেন্ট বোর্ডভারতীয় ডাক বিভাগ
পদের নামগ্রামীণ ডাক সেবক
শুন্যপদ৩০,০৪১টি
আবেদন মাধ্যমঅনলাইন
অফিশিয়াল ওয়েবসাইটindiapostgdsonline.gov.in
পদের নাম :

গ্রামীণ ডাক সেবক।

শুন্যপদ :

পশ্চিমবঙ্গের জন্য মোট শুন্যপদ ২১২৭টি।

বয়সসীমা :

১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন :
CategorySalary
BPM12,000-29,380
ABPM/Dak Sevak10,000-24,470
শিক্ষাগত যোগ্যতা :

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে।

অন্যান্য যোগ্যতা :
  • কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
  • সাইকেল চালানো জানতে হবে।
আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন মূল্য :

১০০/- টাকা, তবে মহিলা/ SC/ ST/ PWD/ Transwomen প্রার্থীদের কোনো রকম টাকা লাগবে না।

নিয়োগ পদ্ধতি :

মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু৩রা আগস্ট ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ২৩শে আগস্ট ২০২৩

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
Circlewise Posts Notifiedডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইটক্লিক করুন
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts