Friday, January 10, 2025
Homeজেনারেল নলেজজি ২০ সম্মেলন ২০২৩ প্রশ্ন উত্তর | G20 Summit 2023 GK in...

জি ২০ সম্মেলন ২০২৩ প্রশ্ন উত্তর | G20 Summit 2023 GK in Bengali

G20 সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

জি ২০ সম্মেলন ২০২৩ প্রশ্ন উত্তর PDF | G20 Summit 2023 GK in Bengali PDF

জি ২০ সম্মেলন ২০২৩ প্রশ্ন উত্তর
জি ২০ সম্মেলন ২০২৩ প্রশ্ন উত্তর

আজকের পোস্টে জি ২০ সম্মেলন ২০২৩ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম। যেগুলির মাধ্যমে আপনারা জি ২০ সম্মেলন ২০২৩ সম্পর্কে যথাযথভাবে অবগত হতে পারবেন। এছাড়াও চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসলে তার উত্তর খুব সহজেই দিতে পারবেন।

G20 Summit 2023 GK in Bengali

জি ২০ কী ?
উত্তর- জি-২০ বা গ্রুপ অফ টোয়েন্টি হল একটি আন্তঃসরকারি ফোরাম, যা বিশ্বের ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত। এটি আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতা, জলবায়ু পরিবর্তন প্রশমন এবং স্থায়ী ও স্থিতিশীল উন্নয়নের মতো বৈশ্বিক অর্থনীতির সাথে সম্পর্কিত প্রধান সমস্যাগুলির সমাধান করতে কাজ করে।

জি ২০ এর পুরো নাম কি ?
উত্তর- গ্রুপ অফ টোয়েন্টি।

জি ২০ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর- ১৯৯৯ সালে।

জি ২০ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর- জি ২০ এর কোনো সদর দপ্তর নেই।

প্রথম জি ২০ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর- ২০০৮ সালে।

প্রথম জি ২০ শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি ?
উত্তর- যুক্তরাষ্ট্র।

এখন পর্যন্ত জি ২০ এর কয়টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ?
উত্তর- ১৮টি।

জি ২০ সম্মেলনের অফিশিয়াল ভাষা কি ?
উত্তর- ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ।

জি ২০ শীর্ষ সম্মেলন কত বছর অন্তর অনুষ্ঠিত হয় ?
উত্তর- ১ বছর।

জি ২০ এর তালিকাভুক্ত দেশগুলি বিশ্বব্যাপী জিডিপি এর কত শতাংশ প্রতিনিধিত্ব করে ?
উত্তর- প্রায় ৮৫ শতাংশ।

২০২৩ সালের জি ২০ সম্মেলনের আয়োজক দেশ কোনটি ?
উত্তর- ভারত।

জি ২০ সম্মেলন ২০২৩ ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে ?
উত্তর- নিউ দিল্লী।

জি ২০ সম্মেলন ২০২৩ এর থিম কী ?
উত্তর- বসুধৈব কুটুম্বকম (One Earth, One Family, One Future)।

জি ২০ সম্মেলন ২০২৩ কত তম সম্মেলন ?
উত্তর- ১৮তম সম্মেলন।

জি ২০ সম্মেলন ২০২৩ এর চেয়ারম্যান কে ?
উত্তর- নরেন্দ্র মোদী।

ভারতে জি ২০ সম্মেলন ২০২৩ কত তারিখ আয়োজিত হল ?
উত্তর- ৯ ও ১০ সেপ্টেম্বর।

জি ২০ শীর্ষ সম্মেলন ২০২৩ এর অতিথি দেশ কোনটি ?
উত্তর- নাইজেরিয়া, মিশর এবং মরিশাস।

জি ২০ সম্মেলনে তালিকাভুক্ত নতুন সদস্য কোনটি ?
উত্তর- আফ্রিকান ইউনিয়ন।

জি ২০ সম্মেলন ২০২৪ কোথায় অনুষ্ঠিত হবে ?
উত্তর- ব্রাজিল।

জি ২০ সম্মেলন ২০২৫ কোথায় অনুষ্ঠিত হবে ?
উত্তর- দক্ষিণ আফ্রিকা।

কোন দেশ জি ২০ শীর্ষ সম্মেলন ২০২২ এর আয়োজন করেছিল ?
উত্তর- ইন্দোনেশিয়া।

জি ২০ সম্মেলন ২০২৩ প্রশ্ন উত্তর PDF

File Details :


File Name : G20 Summit 2023
Language : Bengali
No. of Pages : 03
Size : 01 MB

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts