Wednesday, January 22, 2025
Homeচাকরির খবরফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩ | Forest Research Institute Recruitment 2023

ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩ | Forest Research Institute Recruitment 2023

চাকরির খবর ২০২৩ : ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে কর্মী নিয়োগ

ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩ | Forest Research Institute Recruitment 2023

ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩
ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩

সুপ্রিয় বন্ধুরা,
ভারত সরকারের অধীনস্থ ইন্ডিয়ান কাউন্সিল অব ফরেস্ট্রি রিসার্চ এন্ড এডুকেশনের তরফ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেওয়া হল।

পদের নাম :
  • Lab Technician
  • Technician
  • Technical Assistant
  • Lower Division Clerk
  • Forest Guard
  • Steno Grade II
  • Store Keeper
  • Driver Ordinary Grade
  • Multi Tasking Staff
শুন্যপদ :

মোট শুন্যপদ ৭২টি। নীচে পদ অনুযায়ী শুন্যপদ দেওয়া হল-

  • Lab Technician- ২৩টি
  • Technician- ৬টি
  • Assistant- ৭টি
  • LDC- ৫টি
  • Forest Guard- ২টি
  • Steno- ১টি
  • Store Keeper- ২টি
  • Driver- ৪টি
  • MTS- ২২টি
শিক্ষাগত যোগ্যতা :
  • Lab Technician- বিজ্ঞান বিভাগে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাস হতে হবে।
  • Technician- মাধ্যমিক পাস হতে হবে এবং আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
  • Assistant- স্নাতক / ৩ বছরের ডিপ্লোমা / উচ্চমাধ্যমিক পাস এবং ২ বছরের ডিপ্লোমা করা থাকতে হবে।
  • LDC- উচ্চমাধ্যমিক পাস হতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে।
  • Forest Guard- বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস এবং শারীরিক মাপযোগ।
  • Steno- উচ্চমাধ্যমিক পাস, টাইপিং স্পিড এবং কম্পিউটার কোর্স করা থাকতে হবে।
  • Store Keeper- উচ্চমাধ্যমিক পাস হতে হবে।
  • Driver- মাধ্যমিক পাস, ড্রাইভিং লাইসেন্স এবং কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।
  • MTS- মাধ্যমিক পাস এবং কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।
বয়সসীমা :
  • Lab Technician- ১৮ বছর থেকে ৩০ বছর।
  • Technician- ১৮ বছর থেকে ৩০ বছর।
  • Assistant- ২১ বছর থেকে ৩০ বছর।
  • LDC- ১৮ বছর থেকে ২৭ বছর।
  • Forest Guard- ১৮ বছর থেকে ২৭ বছর।
  • Steno- ১৮ বছর থেকে ২৭ বছর।
  • Store Keeper- ১৮ বছর থেকে ২৭ বছর।
  • Driver- ১৮ বছর থেকে ২৭ বছর।
  • MTS- ১৮ বছর থেকে ২৭ বছর।

তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি :

আবেদন মূল্য ১৫০০/- টাকা, তবে SC, ST এবং মহিলা প্রার্থীদের কোনরকম টাকা লাগবে না।

নিয়োগ পদ্ধতি :
  • কম্পিউটার টেস্ট
  • লিখিত পরীক্ষা
  • স্কিল / ট্রেড টেস্ট
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু২০শে ডিসেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ১৯শে জানুয়ারি ২০২৩

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
আবেদন করুনক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইটক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts