ভারতের বিভিন্ন রাজ্যের চিত্রকলা তালিকা PDF | Folk Art Forms of India Bengali PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের বিভিন্ন রাজ্যের চিত্রকলা তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের চিত্র কলা বা চিত্র শৈলীর নাম তালিকাকারে দেওয়া আছে। বিভিন্ন চাকরির পরীক্ষায় জিকের অংশ হিসাবে এই টপিকটি থেকে প্রশ্ন এসে থাকে। যেমন- কলমকারি চিত্র শৈলী কোন রাজ্যের ? মধুবনী চিত্রকলা কোন রাজ্যের ? ইত্যাদি।
ভারতের বিভিন্ন রাজ্যের চিত্রকলা
চিত্রকলা | রাজ্য |
---|---|
কালীঘাট পটচিত্র | পশ্চিমবঙ্গ |
থাংকা চিত্রকলা | সিকিম |
পিঙ্গুলি চিত্র | মহারাষ্ট্র |
সানঝি | উত্তরপ্রদেশ |
থাংকা চিত্রকলা | অরুণাচল প্রদেশ |
কাংরা | হিমাচল প্রদেশ |
মধুবনী চিত্রকলা | বিহার |
পটচিত্র | ওড়িশা |
তাঞ্জর চিত্র | তামিলনাড়ু |
গঞ্জিফা চিত্র | কর্ণাটক |
গণ্ড চিত্র | মধ্যপ্রদেশ |
কালামেঝুথু | কেরালা |
নির্মল চিত্র | তেলেঙ্গানা |
আইপন | উত্তরাখণ্ড |
ডোকরা চিত্র | ছত্তিশগড় |
রোগান | গুজরাট |
কলমকারি | অন্ধ্রপ্রদেশ |
সহরাই চিত্র | ঝাড়খণ্ড |
পিচওয়াই | রাজস্থান |
বাশলি চিত্র | জম্মু ও কাশ্মীর |
তিব্বতি ও থাংকা চিত্র | লাদাখ |
বিভিন্ন রাজ্যের চিত্রকলা PDF
File Details :
File Name : Folk Art Forms of India
Language : Bengali
No. of Pages : 03
Size : 0.6 MB
basic questions of Indian constitution